যাত্রীছাউনিতে টিকিট কাউন্টারের প্রয়োজনীয়তা জানতে কমিটি

গুলিস্তান সেন্ট্রাল জামে মসজিদের পাশে আহাদ পুলিশ বক্স যাত্রীছাউনিতে টিকিট কাউন্টারের প্রয়োজনীয়তা আছে কি না, তা জানতে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (২১ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সচিবের দফতর সূত্রে বিষয়টি জানা গেছে।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামানের সই করা একটি অফিস আদেশ দেওয়া হয়েছে ২০ জুন। অফিস আদেশে বলা হয়েছে, গুলিস্তান সেন্ট্রাল জামে মসজিদের পাশে আহাদ পুলিশ বক্স যাত্রীছাউনিতে টিকিট কাউন্টারের প্রয়োজনীয়তা আছে কি না, তা সরেজমিন তদন্তপূর্বক পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হলো।
কমিটিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীকে আহ্বায়ক, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং ডিভিশনের নির্বাহী প্রকৌশলীকে সদস্য সচিব এবং ডিএসসিসির নগর পরিকল্পনাবিদকে কমিটির সদস্য করা হয়েছে। গঠিত কমিটিকে জরুরি ভিত্তিতে পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করতে হবে।
এএসএস/আরএইচ