চট্টগ্রামে করোনা শনাক্তের হার ২৫.১১ শতাংশ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। আর এ সময়ে আক্রান্ত হয়েছেন ২২৬ জন। শনাক্তের হার প্রায় ২৫ দশমিক ১১ শতাংশ।
মঙ্গলবার (২২ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ল্যাবে ৯৯০ জনের নমুনা পরীক্ষা করে ২২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ১৩১ জন এবং বিভিন্ন উপজেলার ৯৫ জন রয়েছেন।
উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার এক জন, সাতকানিয়ায় দুইজন, বাঁশখালীতে একজন, আনোয়ারায় ১৩ জন, বোয়ালখালীতে দুই জন, রাঙ্গুনিয়ার ২০ জন, রাউজানের ১২ জন, ফটিকছড়িতে ১১ জন, হাটহাজারীর ১০ জন, সীতাকুণ্ডের নয়জন ও মিরসরাইয়ে ১৪ জন রয়েছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৩৯৭ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৪ হাজার ৩৫৯ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১২ হাজার ৩৮ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তি নগরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৬৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৬৩ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৯৯ জন।
এর আগে সোমবার (২১ জুন) চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যান চার জন। করোনা শনাক্ত হয়েছিল ১৯০ জনের। শনাক্তের হার ছিল প্রায় ১৯ দশমিক ১৫ শতাংশ।
কেএম/জেডএস