ইউপিএলের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ আর নেই

দেশের প্রবীণ প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২১ জুন) দিবাগত রাত ১টায় তিনি মারা যান। তার মেয়ে ও ইউপিএলের পরিচালক মাহরুখ মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মহিউদ্দিন আহমেদের নামাজে জানাজা মঙ্গলবার (২২ জুন) বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।
মাহরুখ মহিউদ্দিন জানান, মৃত্যুকালে তার বাবার (মহিউদ্দিন আহমেদ) বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি গত প্রায় ২০ বছর ধরে মস্তিষ্কের রোগ পারকিনসন’স-এ ভুগছিলেন। কিছুদিন আগে তিনি করোনাভাইরাস থেকে সেরে ওঠেন।
মহিউদ্দিন আহমেদকে ২০১৪ সালে ‘ইমেরিটাস প্রকাশক’ সম্মাননা দেয় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।
এএইচআর/জেডএস