প্রাথমিকে সঙ্গীত ও শরীর চর্চা শিক্ষক নিয়োগ সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ

প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিলের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
শনিবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহমুদ সেলিম, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
মাহমুদ সেলিম বলেন, আমরা জানি দেশের কোনো গোষ্ঠী ধর্মের নামে মিথ্যাচার ও ভণ্ডামি করছে। তারা ধর্মকে সংস্কৃতির মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। আমরা তা হতে দেব না।
লিখিত বক্তব্যে অমিত রঞ্জন দে বলেন, প্রাথমিকে সঙ্গীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল করা সরকারের একটি আত্মঘাতী সিদ্ধান্ত। দেশকে বিপথে নিয়ে যাওয়া হবে এর মাধ্যমে। এই বাতিলের সিদ্ধান্ত সুদূরপ্রসারী চক্রান্তমূলক রাজনৈতিক সিদ্ধান্তের অংশ। আমরা যতদূর জানতে পেরেছি আগামীতে এই একই গোষ্ঠী চারুকলা, নৃত্যকলা, সংগীত কলা পর্যায়ক্রমে পাঠ্যক্রম হতে বাদ দেবেন। উদীচী মনে করে এসব সিদ্ধান্ত আত্মঘাতী এবং সাম্প্রদায়িক, রাজনৈতিক সঙ্কীর্ণতা প্রসূত। আমরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি আরও বলেন, স্কুলে ধর্ম শিক্ষা ও আরবি শিক্ষা থাকা সত্ত্বে এক শ্রেণির গোষ্ঠী বলছে ধর্মের শিক্ষক নেই। অথচ স্কুলে নেই গানের শিক্ষক ও শরীরচর্চার শিক্ষক। ধর্মান্ধ গোষ্ঠী উল্টো প্রচার করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
ওএফএ/এমএন