আবহাওয়া ও জলবায়ু বিষয়ক তথ্যসেবা এখনো সব মানুষের কাছে পৌঁছায় না

আবহাওয়া ও জলবায়ু বিষয়ক তথ্যসেবা এখনো সব মানুষের কাছে পৌঁছায় না। ফলে ক্ষতির ঝুঁকি কমাতে বেশিরভাগ মানুষই প্রতিকূল আবহাওয়া মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে পারে না। বিবিসি মিডিয়া অ্যাকশন, নরওয়েজিয়ান এজেন্সি ফর ডেভেলপমেন্ট কোঅপারেশনের সহায়তায় আবহাওয়া ও জলবায়ু বিষয়ক তথ্যসেবা সম্পর্কিত গবেষণার ফলাফল ও অভিজ্ঞতা তুলে ধরতে আয়োজিত অনুষ্ঠানে এমন তথ্য উঠে এসেছে।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে গবেষণার ফলাফল তুলে ধরা হয়। দুর্যোগ মোকাবিলায় নীতি ও বাস্তবায়ন পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে অংশীদারদের মধ্যে সংলাপ তৈরি করাই ছিল এই আয়োজনের উদ্দেশ্য।
গবেষণায় অংশগ্রহণকারীরা জানিয়েছেন, গত পাঁচ বছরে তারা যেসব চরম আবহাওয়ার মুখোমুখি হয়েছেন, তার মধ্যে সবচেয়ে বেশি দেখা গেছে অতিবৃষ্টি ও অতিগরম পরিস্থিতি। এসব চরম আবহাওয়া মোকাবিলার জন্য যেসব তথ্যের প্রয়োজন, সেগুলোর যথাযথ প্রাপ্যতা তাদের কাছে নেই।
গবেষণার ফলাফল থেকে আরও জানা যায়, অংশগ্রহণকারীদের মধ্যে অনেকে প্রাপ্ত তথ্যের সঠিকতা বা নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাছাড়া চরম আবহাওয়ার সময় তারা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন, সে সম্পর্কেও অনেকের স্পষ্ট ধারণা নেই।
গবেষণায় অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ জানিয়েছে- তারা স্থানীয়ভাবে প্রাসঙ্গিক আবহাওয়া সংক্রান্ত তথ্য পাচ্ছেন না। তথ্য প্রাপ্তির ক্ষেত্রে নারীরা পুরুষদের তুলনায় বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।
এছাড়াও গবেষণায় উঠে এসেছে- দুর্যোগপূর্ণ সময়ে ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা করা একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। ডিজিটাল সাক্ষরতার অভাবে বাংলাদেশের অনেক মানুষ জানেন না কীভাবে অনলাইনে প্রাপ্ত তথ্যের যথার্থতা যাচাই বা ফ্যাক্টচেক করতে হয়।
বিবিসি মিডিয়া অ্যাকশন এই চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে। যাতে আবহাওয়া ও জলবায়ু তথ্য সময়মতো, নির্ভরযোগ্যভাবে এবং সহজবোধ্যভাবে জনগণের কাছে পৌঁছায় এবং তাদেরকে চরম আবহাওয়ার প্রভাব মোকাবিলায় প্রস্তুত হতে সহায়তা করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মোমিনুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সুপারিনটেন্ডিং প্রকৌশলী ড. মো. সাজ্জাদ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক নিতাই চন্দ্র সরকার। আলোচনায় সভাপতিত্ব করেন বিবিসি মিডিয়া অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর মো. আল মামুন।
অনুষ্ঠানে প্রকল্প পরিচালক হাসানুল বান্নার সঞ্চালনায় প্যানেল আলোচক ছিলেন আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক এসএম কামরুল হাসান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সোনিয়া বিনতে মোরশেদ, দুর্যোগ ও ঝুঁকি বিষয়ক বিশেষজ্ঞ কাজী শাহিদুর রহমান এং যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু।
অনুষ্ঠানে গবেষণার ফলাফল তুলে ধরেন বিবিসি মিডিয়া অ্যাকশনের রিসার্চ ম্যানেজার মাহমুদা হক। স্বাগত বক্তব্য দেন বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রজেক্ট ম্যানেজার ফারিহা গাজী।
আরএআর
