কুষ্টিয়ার জেলার সাবেক চেয়ারম্যান দম্পতির বিরুদ্ধে দুর্নীতির ২ মামলা

আড়াই কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়ার সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম এবং তার স্ত্রী বানু ইসলামের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১২ নভেম্বর) দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক মো. বুলবুল আহমেদ মামলা দুটি দায়ের করেন।
প্রথম মামলায় সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাজী রবিউল ইসলামের বিরুদ্ধে ৩৭ লাখ টাকার সম্পদ গোপন এবং ১ কোটি ৯১ লাখ ৬১ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ঘোষণা করা সম্পদ ও বাস্তবে অর্জিত সম্পদের মধ্যে বড় ধরনের অমিল পেয়েছে দুদক।
অন্যদিকে দ্বিতীয় মামলায় তার স্ত্রী বানু ইসলামের বিরুদ্ধে স্বামীর ক্ষমতা কাজে লাগিয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৩০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) এবং ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আরএম/এসএম