পল্লবীতে জুলাই ডকুমেন্টারি প্রদর্শনীর সময় বিকট শব্দ

রাজধানীর পল্লবীতে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত 'জুলাই ডকুমেন্টারি' প্রদর্শনী আয়োজন করা হয়েছিল। প্রদর্শনীর চলকালে সেখানে বিকট শব্দ হয়। ওই সময় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশের দাবি প্রদর্শনীস্থলে কোনো কিছু বিস্ফোরিত হয়নি। সেখানে অজ্ঞাত কেউ পটকা ফুটিয়েছে।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে নটার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জানান, প্রদর্শনী চলাকালে হঠাৎ করে রা দুটি বিস্ফোরণ ঘটে। অনেকে ধারণা করেন ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। খবর পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুর রহমান বলেন, সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। খবর পাওয়ার পরপর ঘটনাস্থলে যাই আমরা। পরে বিভিন্নভাবে তদন্ত করে জানা যায় সেখানে আসলে পটকা ফোটানো হয়েছে। কেউ একজন পটকা ফুটিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।
এমএসি/এমটিআই