ভূমি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম মনিটরিংয়ে ৪ কমিটি

ভূমি মন্ত্রণালয়ের চলমান গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়মিত মনিটরিং করার জন্য চারটি কমিটি গঠন করা হয়েছে। ১৭ জুন ভূমি মন্ত্রণালয় থেকে কমিটি গঠন করে অফিস আদেশ জারি করা হয়।
এর মধ্যে ‘অনলাইন শুনানি কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং’ শীর্ষক কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (আইন)। এছাড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিবকে (আইন-২) সদস্য সচিব এবং যুগ্মসচিবকে (আইন-১) সদস্য করা হয়েছে।
‘সায়রাত মহাল ডাটাবেইজ তৈরি কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং’ শীর্ষক কমিটির সভাপতি করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিবকে (সায়রাত)। এছাড়া এ কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন উপসচিব (সায়রাত-১)।
এ মন্ত্রণালয়ের উপসচিবকে (ভূমিসেবা ডিজিটালাইজেশন মনিটরিং সেল) ‘কল সেন্টারের কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং’ শীর্ষক কমিটির সভাপতি করা হয়েছে। সহকারী ম্যানটেইন্যান্স ইঞ্জিনিয়ারকে সদস্য সচিব এবং সিস্টেম অ্যানালিস্টকে কমিটির সদস্য করা হয়েছে।
এছাড়া ‘এলডি ট্যাক্স ই-মিউটেশন ও ই-পর্চা কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং’ কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (মাঠ প্রশাসন)।
এ কমিটিতে ভূমিসেবা ডিজিটালাইজেশন মনিটরিং সেলের প্রধানকে সদস্য সচিব এবং উপসচিবকে (মাঠ প্রশাসন-১) সদস্য করা হয়েছে।
এসএইচআর/এসকেডি