বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না কেন?

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
ফাঁকা রাখা ঢাকার ৭টি আসন নিয়ে কী চিন্তা বিএনপিতে
ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে ফাঁকা রাখা ৭টি আসনে প্রার্থিতা এখনো চূড়ান্ত করতে পারেনি বিএনপি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এসব আসনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলের শীর্ষ নেতৃত্বকে কয়েকটি বিষয় বিবেচনায় নিতে হচ্ছে। এ ক্ষেত্রে জোট ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো অগ্রাধিকার পাচ্ছে। এ রকম দুটি দলের দুজন নেতাকে ঢাকায় আসন ছাড় দিচ্ছে বিএনপি।
যুগান্তর
সাইবারজগতে শীর্ষে আর্থিক অপরাধ
প্রযুক্তির অগ্রগতিতে সাইবারজগতের নানা মাধ্যম জীবনকে ত্বরান্বিত করেছে। আবার এটি নিরাপত্তাহীনতাও তৈরি করেছে। ফলে বাড়ছে সাইবার অপরাধ। এর মধ্যে শীর্ষে আর্থিক বা বাণিজ্যসংক্রান্ত অপরাধ। ই-কমার্স কিংবা ইনভেস্টমেন্ট সাইটের মতো নানা মাধ্যমে প্রতারণার ফাঁদ এখন বিস্তৃত। গবেষণার তথ্য বলছে, আগে সাইবার অপরাধীদের প্রধান লক্ষ্য ছিল বিশৃঙ্খলা কিংবা অরাজকতা সৃষ্টি করা। তবে এখন তারা বেশির ভাগ ক্ষেত্রে অর্থের জন্য হামলা চালাচ্ছে বা ফাঁদ তৈরি করছে। ভুক্তভোগীর অর্থ চুরি বা মুক্তিপণ আদায়ই তাদের মূল লক্ষ্য।
কালের কণ্ঠ
অনিশ্চয়তায় অর্থনীতি আরো নাজুক
অর্থনীতির কয়েকটি গুরুত্বপূর্ণ সূচক টানা নিম্নমুখী। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি, মূলধনী যন্ত্রপাতি আমদানি, নতুন ঋণপত্র (এলসি) খোলা এবং রপ্তানি প্রবৃদ্ধির শ্লথগতি—এই সবই বিনিয়োগ স্থবিরতা ও অভ্যন্তরীণ চাহিদা হ্রাসের ইঙ্গিত দিচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে উচ্চ মূল্যস্ফীতির দীর্ঘায়িত প্রভাব, কারখানায় গ্যাসসংকট ও ডলারের তারল্য সংকট। এরই মধ্যে সাড়ে তিন শরও বেশি ছোট ও মাঝারি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় উৎপাদন এবং কর্মসংস্থান খাতে তীব্র চাপ সৃষ্টি হয়েছে।
প্রথম আলো
কী হবে যদি গণভোটে ‘না’ জয়ী হয়
রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থানের মধ্যেই অন্তর্বর্তী সরকার জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংস্কার বাস্তবায়নের রূপরেখা অনুমোদন করেছে। রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে তা ইতিমধ্যে আইনি ভিত্তি পেয়েছে। প্রধান দলগুলোর সবাই খুশি না হলেও দৃশ্যত তারা এটি মেনেই নিয়েছে। ফলে সংস্কার নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার আপাত সুরাহা হয়েছে বলা চলে। তবে ভবিষ্যৎ সংস্কার পুরোপুরি নির্ভর করছে গণভোটের ফলাফলের ওপর। গণভোটে ‘হ্যাঁ’ এর পরিবর্তে ‘না’ জয়ী হলে কী হবে—সেই প্রশ্ন সামনে এসেছে। ঐকমত্য কমিশনের নয় মাসের আলোচনা, রাজনৈতিক দলগুলোর তৎপরতা এবং অন্তর্বর্তী সরকারের চেষ্টা ভেস্তে যাবে? আপাতত এই প্রশ্নের স্পষ্ট উত্তর কারও কাছেই নেই।
কালের কণ্ঠ
বকেয়া না পাওয়ায় ৬৬% বিদ্যুৎ কম দিচ্ছে আদানি
বকেয়া জটিলতার মধ্যেই ভারতের আদানি পাওয়ার হঠাৎই বাংলাদেশে ৬৬ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ কমিয়েছে। তবে শীত শুরু হওয়ার কারণে দেশে বিদ্যুৎ চাহিদা কম থাকায় এর তেমন প্রভাব দেখা না গেলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা গেছে। আদানি বলছে, দুই ইউনিটের বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ কমে গেছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কর্মকর্তারা বলছেন, আদানি পাওয়ার কারিগরি ত্রুটির কথা বলে একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রেখেছে।
প্রথম আলো
ব্যাংকে ‘পরিবারতন্ত্রে’র লাগাম টানছে সরকার
ব্যাংক খাতে পরিবারতন্ত্রের লাগাম টানতে উদ্যোগী হয়েছে অন্তর্বর্তী সরকার। সংশোধন করা হচ্ছে ব্যাংক কোম্পানি আইন, যেখানে পরিবারের সংজ্ঞা আরও বিস্তৃত করার কথা বলা হয়েছে। পাশাপাশি কমানো হবে একই পরিবার থেকে পরিচালকদের সংখ্যা এবং পরিচালকদের একটানা পদে থাকার সময়সীমা।
কালের কণ্ঠ
কাজ শেষ না করেই হরিলুট
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) আওতাধীন স্কুল-কলেজের একতলা ভবন নির্মাণের সময় দেওয়া হয় ৯ মাস। কিন্তু একাধিক স্কুল-মাদরাসা ভবনের কাজ চার বছরেও শেষ হয়নি। অথচ এসব ভবনের জন্য বরাদ্দ অর্থের ৯০ শতাংশই ঠিকাদারকে পরিশোধ করা হয়েছে। যতটুকু কাজ হয়েছে তাও খুব নিম্নমানের।
বণিক বার্তা
আদানির মতো অস্বচ্ছ প্রক্রিয়ায় চুক্তি হচ্ছে চট্টগ্রাম বন্দরের?
ভারতের আদানি পাওয়ার ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে ২০১৭ সালে বিদ্যুৎ ক্রয় চুক্তি (পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট) সই হয়। চুক্তিটি দীর্ঘদিন গোপন ছিল এবং এতে বাংলাদেশের স্বার্থবিরোধী বহু শর্ত রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিপিডিবি কর্মকর্তাদের দিয়ে চুক্তিটি করানো হয়, যেখানে আদানির পক্ষে এককভাবে সুবিধা নিশ্চিত করা হয়েছে। এতে সবচেয়ে বড় সমস্যা হলো চুক্তি থেকে বেরিয়ে আসার কোনো কার্যকর আইনি সুযোগ বিপিডিবির নেই।
ইত্তেফাক
গণভোট ও সনদ নিয়ে তর্কে থাকলেও মনোযোগ নির্বাচনে
গণভোটের ‘সময়’ ও ‘প্রশ্নের ধরন’ এবং জারিকৃত ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’-এর বিভিন্ন বিষয়ে তক্কাতক্কি থাকলেও সংশ্লিষ্ট সব রাজনৈতিক দলেরই এখন পূর্ণ মনোযোগ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), চরমোনাই পিরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ, গণঅধিকার পরিষদ ও গণতন্ত্র মঞ্চসহ সব দল শুধু নির্বাচনমুখীই নয়, ভোটের মাঠে দৃশ্যমান সরব।
বণিক বার্তা
সড়ক দুর্ঘটনায় নিহতদের ৯০ শতাংশ পরিবারই ক্ষতিপূরণের বাইরে
সড়ক দুর্ঘটনায় হতাহতদের ২০২৩ সাল থেকে ক্ষতিপূরণ দিয়ে আসছে সরকার। এর জন্য একটি বিশেষ তহবিল গঠন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। উদ্যোগটি গ্রহণের দুই বছর হতে চললেও ভুক্তভোগীদের সিংহভাগই রয়ে গেছেন ক্ষতিপূরণের বাইরে। অথচ তহবিলে অলস পড়ে আছে ২৫৫ কোটির বেশি টাকা।
যুগান্তর
দুই রঙের ব্যালট পেপার রাখার চিন্তা
গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের জন্য পৃথক দুই রঙের ব্যালট ছাপার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট দেওয়া এবং ভোট গণনার সুবিধার্থে ইসি এমন পরিকল্পনা করছে। এক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনের সংসদ-সদস্য প্রার্থীদের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী সাদা-কালো ব্যালটে ভোট দেবেন ভোটাররা। আর গণভোটের জন্য গোলাপি বা সবুজ রঙের ব্যালট পেপার ছাপা হতে পারে। বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের (বিজি প্রেস) সঙ্গে আলোচনা করে ইসি এই পরিকল্পনা করছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সমকাল
রাজনৈতিক অস্থিরতায় শিক্ষার্থী অভিভাবকরা উৎকণ্ঠায়
রাজনৈতিক অস্থিরতায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘শাটডাউন’ কর্মসূচি ঘিরে নিরাপত্তা শঙ্কায় আজ রোববার ও আগামীকাল সোমবার সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে দ্বিধায় পড়েছেন হাজার হাজার অভিভাবক।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাজধানীর বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ভেতরে ভেতরে শিক্ষার্থীদের ক্লাসে আসতে নিরুৎসাহিত করছে। ইতোমধ্যে হলি ক্রস বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ আজ রোববার তৃতীয় শ্রেণি পর্যন্ত ক্লাস ছুটি ঘোষণা করেছে।
যুগান্তর
এক বছরে ঋণ বেড়েছে আড়াই লাখ কোটি টাকা
কাঙ্ক্ষিতমাত্রায় বাড়ছে না রাজস্ব আহরণ। বিরাজমান রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ, অর্থনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিসহ নানা কারণে দেশে ব্যবসায় বাণিজ্যে গতি ফিরছে না। উন্নয়ন কর্মকাণ্ডও স্থবিরতার মুখে। এর প্রভাবে কমছে রাজস্ব আয়। ফলে সরকার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ঋণগ্রস্ত বেশি হচ্ছে। সে ঋণ ও সুদ পরিশোধ করতে গিয়ে পুনরায় ঋণ করতে হচ্ছে। গত এক বছরের ব্যবধানে সরকারের ঋণ বেড়েছে আড়াই লাখ কোটি টাকা। ২০২৫ সালের জুন পর্যন্ত ঋণ ২১ লাখ ৪৪ হাজার কোটি টাকা ছুঁয়েছে। এর মধ্যে বৈদেশিক ঋণ ৯ লাখ ৪৯ হাজার ১৮১ কোটি টাকা এবং অভ্যন্তরীণ ঋণ (ব্যাংক খাত এবং নন ব্যাংক খাত) হলো প্রায় ১১ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এক বছর আগে অর্থাৎ ২০২৪ সালের জুন পর্যন্ত ঋণের অঙ্ক ছিল ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকা এবং ২০২০ সালে ছিল ২৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা। অর্থ বিভাগের ঋণ বুলেটিন পর্যালোচনা করে পাওয়া গেছে এ তথ্য।
কালবেলা
ফাইল গায়েব করেছেন অভিযুক্ত দুই কর্মকর্তা
যশোর সদর উপজেলার রুদ্রপুরের মাহিদিয়া সম্মিলনী মহিলা আলিম মাদ্রাসায় শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতির ঘটনা প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। গত ২ নভেম্বর কালবেলায় ‘সমাজকর্মে পড়ে বিজ্ঞানের শিক্ষক: স্নাতকের আগেই স্নাতকোত্তর’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর তোলপাড় শুরু হলে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
দেশ রূপান্তর
কোন্দল সামলাতে হিমশিম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর বিএনপির দলীয় কোন্দল তীব্র আকার ধারণ করেছে। বহু আসনে মনোনয়নবঞ্চিত নেতারা প্রকাশ্যে বিক্ষোভ করছেন। কোথাও প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে নেতাকর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়ছেন, আবার অনেকেই প্রার্থী পরিবর্তনের দাবিতে উপজেলা ও জেলা কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ করছেন। দলের অভ্যন্তরে চলমান এই অস্থিরতা দ্রুত থামানো না গেলে নির্বাচনী ফলে বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
বিবিসি বাংলা
বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না কেন?
বিদেশে পড়তে যেতে লম্বা সময় ধরে চেষ্টা করেছেন, পেয়েছেন স্কলারশিপও। কিন্তু শেষ মুহূর্তে যেতে পারেননি ভিসা পাননি বলে। এমন ঘটনা ঘটেছে অনেক বাংলাদেশি শিক্ষার্থীর সাথেই। তেমনই একজন তানজুমান আলম ঝুমা।
এক বছরেরও বেশি সময় ধরে হাঙ্গেরি আর যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার চেষ্টা করেছেন তিনি। পেয়েছেন স্কলারশিপও। কিন্তু শুধু ভিসা জটিলতার কারণে যেতে পারেননি দুই দেশের কোনোটিতেই।
আজকের পত্রিকা
ভোটের মাঠে: ভিন্ন চিত্র বিএনপি-জামায়াতে
ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও সাতক্ষীরার চারটি আসনে জমজমাট প্রচার চলছে। বড় দুই দল ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থিতা নিয়ে জামায়াতের কোন্দল না থাকায় তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে দলটি। তবে ভিন্ন চিত্র বিএনপিতে; গত ৩ নভেম্বর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর দুটি আসনে অসন্তোষ দেখা দেয়। পরদিন থেকে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।
