৬ দাবিতে বিআরটিএ’কে স্মারকলিপি দিলো ঢাকার সিএনজি চালকরা

সিএনজি অটোরিকশা চালকদের ন্যায্য দাবি ও পেশাগত সমস্যা সমাধানের ৬ দফা দাবি বাস্তবায়ন করতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ) স্মারকলিপি দিয়েছে ঢাকার সিএনজি অটোরিকশা চালকরা।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিআরটিএ’র চেয়ারম্যানকে এই স্মারকলিপি দেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের সদস্য সচিব গোলাপ হোসেন সিদ্দিকী।
তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা বিআরটিএ’র নিচে একটি শান্তিপূর্ণ মানববন্ধন করি। পরে দাবিগুলো বাস্তবায়নের জন্য একটি স্মারকলিপি বিআরটিএ চেয়ারম্যানকে দিয়ে আসি।
ঢাকার সিএনজি চালকদের ছয় দফা দাবি হলো— বিআরটিএ নির্ধারিত দৈনিক ৯০০ টাকা জমা কার্যকর করা; ৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের জন্য অবিলম্বে রেজিস্ট্রেশন (ব্লু-বুক) প্রদান; ঢাকা শহরের আয়তন অনুযায়ী অতিরিক্ত ১৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের নামে নতুন অনুমোদন দেওয়া; আইন-শৃঙ্খলা বাহিনীর হয়রানি বন্ধ ও চালকদের বৈধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা; আইএলও কনভেনশন ৮৭ অনুযায়ী শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ ও বিধিমালা ২০২২–এর শ্রমিকস্বার্থবিরোধী ধারা ও বিধি বাতিল করা।
এমএইচএন/এমজে