ফিলিস্তিন সংকটে ন্যামকে এগিয়ে আসার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানে উন্নয়নশীল দেশগুলোকে নিয়ে গড়ে ওঠা জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) নীতিগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার (২২ জুন) ভার্চুয়ালি ফিলিস্তিন সম্পর্কিত ন্যাম কমিটির মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়ে এ পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী।
ড. মোমেন নিরাপদ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল বাহিনী কর্তৃক সাম্প্রতিক যুদ্ধবিরতি এবং নির্বিচারে তাদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ সময় তিনি ফিলিস্তিন সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার কথা উল্লেখ করে বলেন, ফিলিস্তিনের সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার কারণে মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘস্থায়ী জটিল পরিস্থিতি তৈরি করেছে।
পররাষ্ট্রমন্ত্রী মোমেন ইসরায়েল আন্তর্জাতিক আইন, নিয়ম ও নীতি লঙ্ঘন করায় ন্যামকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মোমেন বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক চলমান তদন্তে ন্যামের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে চলমান এই সঙ্কটের ন্যায়সঙ্গত, টেকসই ও শান্তিপূর্ণ সমাধানের জন্য ন্যামকে তার প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে।
এ সময় মোমেন ফিলিস্তিনের জনগণের জন্য ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় সমর্থনের কথা স্মরণ করেন। তিনি ফিলিস্তিনের স্থিরতা, স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বাংলাদেশের সংহতি ও অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
ভার্চুয়াল বৈঠকে ড. মোমেন ফিলিস্তিনের জরুরি মানবিক চাহিদা মেটাতে ন্যামকে কোভিড-১৯ টিকা নিশ্চিত করতে আহ্বান জানান।
বৈঠকে ফিলিস্তিন, ইন্দোনেশিয়া, আলজেরিয়া, কিউবা, মিশর, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন।
এনআই/এইচকে