চসিকের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের জন্য বিশেষ স্বাস্থ্য ক্যাম্প

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) ক্যাম্পে ১৬০ জন শিক্ষার্থীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
স্বাস্থ্য ক্যাম্পে চসিক স্কুল হেলথ কার্ড সংক্রান্ত কারিগরি কমিটির উপদেষ্টা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশুস্বাস্থ্য বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, চসিক স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য কর্মকর্তা ডা. হোসনে আরা বেগম, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকসহ চসিক স্বাস্থ্য বিভাগের একটি মেডিকেল টিম শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোমা বড়ুয়া এবং স্কুল হেলথ টিমের সদস্যরা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্কুলগুলোতে স্কুল শিক্ষার্থীর স্বাস্থ্য কার্ড কর্মসূচি গত ২১ মে চালু হয়। এ কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে চসিকের সব শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি বিস্তৃত করা হবে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা।
এমআর/এমজে