২২ নভেম্বর আসছেন ভুটানের প্রধানমন্ত্রী, ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

আগামী ২২ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। বাংলাদেশ সফরকালীন তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসাবে ঘোষণা করেছে সরকার।
রোববার (১৬ নভেম্বর) এ বিষয়ে সরকারি গেজেট জারি করা হয়েছে।
এতে বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১ এর ধারা ২(ক)-এ দেওয়া ক্ষমতাবলে সরকার ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগেকে আগামী ২২-২৪ নভেম্বর তারিখ পর্যন্ত বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসাবে ঘোষণা করল।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে জানানো হয়েছে।
এসএইচআর/জেডএস