কদমতলীতে সিএনজির ধাক্কায় প্রাণ গেল নবম শ্রেণির শিক্ষার্থীর

রাজধানীর কদমতলীর পোস্তগোলা ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিএনজি ধাক্কায় মোহাম্মদ রাফি (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাফি স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। সে জুরাইন এলাকার স্থানীয় বাসিন্দা রমজান মিয়ার ছেলে।
নিহত রাফির চাচা মো. রতন মিয়া জানান, আমার ভাতিজা স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণিতে লেখাপড়া করত। বিকেলে পোস্তগোলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় সিএনজির ধাক্কায় গুরুতর আহত হয় রাফি। পরে আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাতিজা আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
এসএএ/এসএসএইচ