হালদা নদীতে অভিযান : তিনজনকে জরিমানা, ৭ হাজার মিটার জালে আগুন

চট্টগ্রামের হালদা নদীর মোহনায় অবৈধ মৎস্য শিকার প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে রাউজানের উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত রাউজানের উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ছাত্তারঘাট থেকে কালুরঘাট ব্রিজ পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষায় তিনজন অবৈধ মৎস্য শিকারীকে আটক করা হয় এবং প্রায় ৭ হাজার মিটার ভাসাজাল জব্দ করা হয়।
আটককৃতদের প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ১৫০০ টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়। জব্দকৃত জাল স্থানীয়দের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধ করা যায়।
এমআর/এমজে