নির্বাচনের আগে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার সবটা চেষ্টা করবো

আগামী নির্বাচনের আগে আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযানের সব সংগ্রহের চেষ্টা করবেন বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
খাদ্য উপদেষ্টা বলেন, এ বছর ধান কেনা হবে প্রতি কেজি ৩৪ টাকা করে, সিদ্ধ চাল ৫০ টাকা কেজি এবং আতপ চাল ৪৯ টাকা কেজি। এরমধ্যে বেশ কিছু চুক্তি হয়ে গেছে, আজ থেকে সংগ্রহ শুরু হবে ইনশআল্লাহ।
তিনি বলেন, আমাদের সর্বশেষ মেয়াদ আছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি যেহেতু জাতীয় নির্বাচনের জন্য নির্ধারিত। সুতরাং আমাদের মাঠ প্রশাসনের সাথে যত ডিপার্টমেন্ট আছে, জেলা প্রশাসক তো বটেই, এছাড়া খাদ্য ডিপার্টমেন্টের লোকেরাও কিন্তু নির্বাচন কাজের সাথে জড়িত থাকবে। কেউ প্রিজাইডিং অফিসার হবে, কেউ পোলিং অফিসার হবে। ফলে নির্বাচনের আগে প্রায় সবটা সংগ্রহ করে ফেলার জন্য আমরা চেষ্টা করব।
উপদেষ্টা বলেন, আমরা আশা করছি যে টার্গেট দেওয়া হয়েছে সেটা আমরা পূরণ করতে পারবো। এর মধ্যে যে আমরা ৫০ হাজার টন ধান, ৬ লাখ টন সিদ্ধ চাল আর ৫০ হাজার টন আতপ চালের যে টার্গেটটা কিন্তু মিনিমাম। তবে আমরা বলেছি টার্গেটটা ম্যাক্সিমাম যে যত করতে পারে তত ভালো। অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের টাকার কোনো অভাব হবে না। এজন্য আমরা যত বেশি সংগ্রহ করতে পারবো তত বেশি বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমাতেও পারব।
আপনি বলছিলেন ফেব্রুয়ারির ২৮ তারিখ পর্যন্ত সংগ্রহ হবে, এখন সেটা কি ফেব্রুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে আপনারা শেষ করতে চান- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ল ডেটলাইন ওটা থাকবে। কারণ এর পরও কেউ দেবে না। আর এই সরকার তো শেষ সরকার না, এরপর সরকার ব্যাপারটা কন্টিনিউ করবে। তাদেরও তো এই স্টোরি লাগবে, এই কার্যক্রম লাগবে। এই অফিসাররা তো থাকবে, তারা তো যাবে না, যাব তো শুধু আমি।
এসএইচআর/বিআরইউ