ক্ষতিগ্রস্তদের প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীসহ যারা সমবেদনা জানালো

বাংলাদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
এ ছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস, জাতিসংঘের ঢাকা অফিস ও বিমসটেক সচিবালয়।
শুক্রবার (২১ নভেম্বর) ভূমিকম্পের পর পৃথক বার্তায় এ সমবেদনা জানায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যরা।
ইসহাক দার তার এক্স হ্যান্ডেলে বলেন, আজ বাংলাদেশের ভূমিকম্পে প্রাণহানির জন্য আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।
মার্কিন দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, আজকের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।
জাতিসংঘের ঢাকা অফিস ভূমিকম্পের প্রভাব নিবিড় পর্যবেক্ষণের কথা জানিয়েছে। ভূমিকম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানিয়েছে।
বিমসটেক সচিবালয় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সমবেদনার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
আজ সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭।
ভূমিকম্পে অন্তত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।
এনআই/এসএসএইচ