উত্তরায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

রাজধানীর উত্তরায় দুই ভাঙারি ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের কাছে থাকা এক লাখ ৪৮ হাজার টাকা ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। আহত দুই ব্যবসায়ী হলেন মো. মাসুদ রানা (৩৭) ও মো. আল-আমিন (৪২)।
সোমবার (২৪ নভেম্বর) ভোরে ওই এলাকার পশ্চিম থানার জসীমউদ্দীন রোড কিচেন হাউজের নিচে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
আহত আল-আমিনের স্ত্রী লাইজু জানান, খবর পেয়ে আমার স্বামী ও তার ব্যবসায়িক পার্টনার মাসুদ রানাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাসায় নিয়ে যাই। আমার স্বামী ভাঙারি ব্যবসা করেন। ব্যবসার ১ লাখ ৪৮ হাজার টাকা নিয়ে আসার সময় উত্তরা পশ্চিম জসিম উদ্দিন রোড কিচেন হাউজের সামনে ছিনতাইকারীরা তাদের দুইজনেক মাথায়, পিঠে, কপালে আঘাত করে সঙ্গে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু জানান, একটি ঘটনার বিষয়ে জানতে পেরেছি। তবে এখনো পুরো ঘটনা জানতে পারিনি। এটি ছিনতাই নাকি অন্য কিছু সে বিষয়টি জানার চেষ্টা চলছে।
এসএএ/জেডএস