সাবেক এমপি মিজানুরের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৩ জুন) দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক মুহাম্মদ আরিফ সাদেক ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
তদন্তে ২০ লাখ টাকার সম্পদ গোপনসহ ১ কোটি ৫৮ লাখ ৫৭ হাজার ৯৮১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। শিগগিরই দুদক পরিচালক মঞ্জুর মোর্শেদ আদালতে চার্জশিট দাখিল করবেন।
এর আগে মঞ্জুর মোর্শেদ ২০১৯ সালের ৭ আগস্ট ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেছিলেন। এমপি থাকাকালে ক্ষমতার অপব্যবহারসহ নানা দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলে রাখায় তার বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মিজানুর রহমান খুলনার বটিয়াঘাটার কৃষ্ণনগর মৌজায় ৯০ শতাংশ জমির মূল্য দেড় কোটি টাকা নির্ধারণ করে পরে ২০ লাখ টাকা বিনিময় করে দলিল সম্পাদন করেন। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে জমি ক্রয়ের এ তথ্য উল্লেখ করা হয়নি।
সূত্র জানায়, ২০১৮ সালের প্রথম দিকে মিজানুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ছিল। এই অভিযোগে ওই বছরের ১৬ এপ্রিল মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছিল দুদক।
আরএম/এসএম