পররাষ্ট্র সচিবের সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি।
সম্প্রতি পররাষ্ট্রসচিবের দপ্তরে হওয়া সাক্ষাৎ নিয়ে থাই দূতাবাস জানিয়েছে, গত ২০ নভেম্বর রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
উভয় পক্ষই রানং বন্দর এবং চট্টগ্রাম বন্দরের মধ্যে প্রথমবারের মতো সামুদ্রিক বাণিজ্য রুট চালু করার পাশাপাশি থাইল্যান্ড-বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে ভবিষ্যতের আলোচনাসহ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি।
এনআই/এসএম