পদায়ন ও পদোন্নতিতে অনিয়ম : এলজিইডি অফিসে অভিযান

বিভিন্ন প্রকল্পে নিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদের বিধিবহির্ভূতভাবে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর, পদায়ন ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৬ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।
তিনি বলেন, এলজিইডির বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে নিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদের বিধিবহির্ভূতভাবে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর, পদায়ন, নিয়মিতকরণ ও পদোন্নতি প্রদানের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে জানা যায়, ২০১০, ২০১১ ও ২০১৩ সালে বিভিন্ন প্রকল্পের আওতায় নিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদের জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের অনুমোদন ছাড়া রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে পদোন্নতিসহ পদায়ন করা হয়েছে। এলজিইডির নিজস্ব নিয়োগ বিধিমালা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রাসঙ্গিক বিধিও এ ক্ষেত্রে অনুসরণ করা হয়নি। পরবর্তী সময়ে টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং এলজিইডির প্রধান প্রকৌশলীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে। এ সময় কর্তৃপক্ষের নিকট থেকে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়।
সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকারী টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।
আরএম/এমজে