চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। এর মধ্যে নগরীর চেয়ে বাইরে করোনা আক্রান্তের সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ২৪৭ জন। এর মধ্যে নগরের ১২৩ জন, আর নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১২৪ জন।
এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। করোনা শনাক্তের হার প্রায় ২১.২৫ শতাংশ।
বৃহস্পতিবার (২৪ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারে একটি ল্যাবে এক হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষা করে ২৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ১২৩ জন এবং বিভিন্ন উপজেলার ১২৪ জন রয়েছেন।
উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে সাতকানিয়ায় একজন, লোহাগাড়ায় একজন, বোয়ালখালীতে পাঁচ জন, পটিয়ায় একজন, রাঙ্গুনিয়ার ১৬ জন, রাউজানের ২১ জন, ফটিকছড়িতে ৩৪ জন, হাটহাজারীর ২০ জন, সীতাকুণ্ডের ১৬ জন, মিরসরাইয়ে আট জন ও সন্দ্বীপে একজন রয়েছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৮৮০ জন। মোট শনাক্তদের মধ্যে নগরীর ৪৪ হাজার ৬২৭ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১২ হাজার ২৫৩ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তি নগরের বাইরের বাসিন্দা। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৬৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪৬৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২০২ জন।
এর আগে বুধবার (২৩ জুন) চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছিল ২৩৬ জনের, মারা যান তিন জন। করোনা শনাক্তের হার ছিল প্রায় ২২ দশমিক শূন্য তিন শতাংশ।
কেএম/জেডএস