পার্বত্য চুক্তি বাস্তবায়নে আরও জটিলতা

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
'তালাবদ্ধ' হয়ে পড়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি, সৃষ্টি হয়েছে নতুন সংকট
গত মাসে পাঁচ দিন তালা ঝুলিয়ে রাখা হয়েছিল রাঙামাটি জেলা পরিষদ ভবনে। চাকরিতে পাহাড়িদের কোটা বাতিলসহ পাঁচ দফা দাবিতে বাঙালিদের কয়েকটি সংগঠন এ কর্মসূচি নিয়েছিল। তার আগে লাঞ্ছিত করা হয় জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারকে।
কালের কণ্ঠ
উচ্চ সুদ, কম ঋণ, সংকটে অর্থনীতি
উচ্চ সুদ আর কম ঋণই এখন অর্থনীতির সংকট। ব্যাংকিং খাতের এই দুই সংকট বিনিয়োগের গতি আরো মন্থর করে তুলছে। এই দুই সূচক উৎপাদন, কর্মসংস্থান ও বিনিয়োগ চক্র পুনরুদ্ধারের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এমন তথ্য প্রকাশ করেছে খোদ সরকারের পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ-জিইডি।
আজকের পত্রিকা
আইআরআইয়ের জরিপ: ড. ইউনূসের কাজে সন্তুষ্ট ৬৯% মানুষ
দেশের অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যক্রম নিয়ে একটি জরিপ চালিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সেন্টার ফর রাইটস। এই জরিপে উঠে এসেছে, ৬৯ শতাংশ মানুষ প্রধান উপদেষ্টার কাজে সন্তুষ্ট। আর ৭০ শতাংশ মানুষ অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট।
বণিক বার্তা
শেষ সময়ে ২ হাজার কোটি টাকার ফ্ল্যাট প্রকল্প অনুমোদন অন্তর্বর্তী সরকারের
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের স্থায়ী আবাসন সুবিধা দিতে ২ হাজার ১০৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। রাজধানীর মিরপুরের ৯ ও ১৪ নম্বর সেকশনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিজস্ব জায়গায় দুই প্রকল্পের আওতায় নির্মিত হবে ২ হাজার ৩৬৪টি আবাসিক ফ্ল্যাট। গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প দুটি অনুমোদন দেয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে প্রকল্প বাস্তবায়ন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে জুলাই যোদ্ধা ও সংশ্লিষ্টদের।
কালবেলা
২৭৫ কোটি বেড়ে ৬৮২ কোটি, লোপাটে দায় নেই কারও!
২৭৫ কোটি টাকার প্রকল্প। কাজ শেষ হওয়ার কথা ছিল দুই বছরের মধ্যে। কিন্তু সেই কাজ শেষ হতে সময় লেগেছে ১১ বছর। আর ২৭৫ কোটি টাকার প্রকল্প ধাপে ধাপে বেড়ে দাঁড়িয়েছে ৬৮২ কোটি টাকায়। ব্যয় বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দুর্নীতি। বহু কাজ না করেই বিল পরিশোধ, নিম্নমানের সামগ্রী ব্যবহার, ডিপিপিবহির্ভূত নতুন কাজ যুক্ত করা, এমনকি একই তলার নির্মাণে দুবার চুক্তির মতো ভয়াবহ সব অনিয়মও উঠে এসেছে নথিপত্রে।
বণিক বার্তা
অনেক সুবিধা গোপন করা হয়েছে
কর্ণফুলী মোহনার অদূরে গুপ্তবাঁকের ঠিক আগেই নির্মাণ হবে লালদিয়া কনটেইনার টার্মিনাল। বন্দর বিশেষজ্ঞদের মতে, এ অবস্থানগত সুবিধা লালদিয়াকে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে ব্যস্ত টার্মিনালে পরিণত করবে। সরকার বছরে ১০ লাখ টোয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট (টিইইউ) কনটেইনার হ্যান্ডলিংয়ের কথা বললেও বাস্তব অপারেশন শুরু হলে এর পরিমাণ আরো বেশি হবে বলে ধারণা করছেন বন্দর বিশেষজ্ঞরা।
যুগান্তর
ভোট বানচালের চেষ্টায় আ.লীগ
গেল বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির প্রধান শেখ হাসিনাসহ অন্য পলাতক নেতারা বাংলাদেশের মানুষকে নানারকম ভয়ভীতি দেখিয়ে আসছে। শেখ হাসিনা দেশে ফিরে সবাইকে দেখে নেবেন-এমন হুমকিও দেন। তিনি ভারতে বসে আত্মগোপনে থাকা তার দলের নেতাকর্মীদের ভয়েস কলে নানা নাশকতামূলক অপতৎপরতার নির্দেশনা দেন।
বণিক বার্তা
গ্রাউন্ড হ্যান্ডলিংসহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম নিয়ে প্রশ্নের মুখে বিমান
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর নতুন করে আলোচনায় এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা। অগ্নিকাণ্ডের জন্য কার্গো ভিলেজের ইজারাগ্রহীতা সংস্থা বিমানকে অন্যতমভাবে দায়ী করা হয়েছে। পাশাপাশি বিমানের কার্যক্রম শুধু ফ্লাইট পরিচালনায় সীমাবদ্ধ রাখা এবং একটি দক্ষ অপারেটরের কাছে গ্রাউন্ড হ্যান্ডলিং ও অন্যান্য কার্যক্রমের দায়িত্বভার অর্পণের সুপারিশ করেছে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি সূত্র বণিক বার্তাকে জানিয়েছে, তদন্ত কমিটির সুপারিশ আমলে নেয়া হচ্ছে। তবে গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে বিমানকে পুরোপুরি বাদ না দিয়ে বিকল্প অপারেটর নিয়োগ করে এ খাতে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির ইঙ্গিত দিয়েছে সূত্রটি।
আজকের পত্রিকা
নির্বাচনে বিএনপি পাবে ৩০% ভোট, জামায়াত ২৬%: মার্কিন সংস্থার জরিপ
আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে ৩০ শতাংশ ভোটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে ভোট দেবেন। জামায়াতে ইসলামীকে ভোট দেবেন ২৬ শতাংশ ভোটার। অর্থাৎ দুই দলের মধ্যে ব্যবধান মাত্র ৪ শতাংশ। মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিকান পার্টি-ঘনিষ্ঠ অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) এক জরিপের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে।
যুগান্তর
অনুদানের মেশিন ফেরতের নির্দেশ মানছে না কোম্পানি
বেসরকারিভাবে অনুদান পাওয়া ৮টি প্যাথলজিক্যাল মেশিন প্রয়োজন না হওয়ায় সেগুলো ফিরিয়ে নিতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে চিঠি দেয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু নির্দেশনার দুই সপ্তাহ হতে চললেও ৬টি মেশিন ফেরত না নিয়ে উলটো সেগুলো স্থাপনে এবিসি করপোরেশন নামে একটি কোম্পানি হাসপাতাল প্রশাসনকে ম্যানেজ করতে মরিয়া হয়ে উঠছে। অভিযোগ উঠেছে এ কাজে হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরপি) ডা. একরামুল রেজা পেছন থেকে কলকাঠি নাড়ছেন। তিনি মেশিন সরবরাহ কোম্পানিটির সেলস কো-অর্ডিনেটর আহসানুর রেজার আপন ভাই।
সমকাল
লুটের পর ফাঁকা পড়ে আছে বরগুনা মুক্তিযুদ্ধ জাদুঘর
মুক্তিযুদ্ধ ও ইতিহাসভিত্তিক তিন শতাধিক আলোকচিত্র, বই, স্মরণিকা, মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত কাঠের তৈরি বন্দুক (ভাঙা), পোশাক, রান্নার পাতিলসহ নানান জিনিসপত্র সংরক্ষিত ছিল বরগুনা মুক্তিযুদ্ধ জাদুঘরে। পাশাপাশি প্রত্নতত্ত্ব বরগুনায় স্থাপিত মোগল আমলের ঐতিহাসিক শাহি মসজিদ এবং পাশের পটুয়াখালীর মির্জাগঞ্জের ঐতিহাসিক মজিদবাড়িয়া মসজিদে ব্যবহৃত ইটপাথরের অংশ রাখা হয় এই জাদুঘরে।
কালের কণ্ঠ
১৫ মাসে কারা হেফাজতে ১১২ মৃত্যু
বিভিন্ন রোগ ও বার্ধক্যজনিত কারণে কারা হেফাজতে নিয়মিত বন্দির মৃত্যু হচ্ছে। এক হিসাবে দেখা গেছে, গড়ে প্রতিবছর অন্তত ৭৮ জন বন্দি মারা যান। তবে তাঁদের প্রত্যেকে কারাগারের বাইরে হাসপাতালে নেওয়ার পথে বা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সমকাল
সুন্দরবনের নোনাজলের তলদেশে লুকানো মিঠাপানির ভান্ডার
খুলনা ও সুন্দরবন এলাকার পুরো ভূপ্রকৃতি গ্রাস করেছে নোনাজল। লবণাক্ত নদী, ফাটল ধরা মাটি, আর্সেনিকে দূষিত নলকূপ– সব মিলিয়ে এই অঞ্চলের মানুষ বছরের অধিকাংশ সময়ই নিরাপদ পানির সংকটে ভোগে। অনেক পরিবারকে কিনে খেতে হয় মিঠাপানি।
ইত্তেফাক
শিক্ষকবিহীন পরীক্ষার হলে হ-য-ব-র-ল
সরকারের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হলেও বার্ষিক পরীক্ষা বর্জন করে গতকাল কর্মবিরতি কর্মসূচি পালন করেন সরকারি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীরা, যারা সারা বছর প্রস্তুতি নিয়ে শেষ মুহূর্তে এসে পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা গতকাল বার্ষিক পরীক্ষা নিতে গিয়ে বেকায়দায় পড়েন। সহকারী শিক্ষকবিহীন পরীক্ষার হলে হযবরল অবস্থার সৃষ্টি হয়। অনেক কেন্দ্রে দেড় ঘণ্টা পরে পরীক্ষা শুরু হয়। শিক্ষার্থীরা দেখাদেখি করেছে, একজন আরেক জনের খাতা টেনে ছিড়েছে। প্রধান শিক্ষক যে কেন্দ্রে থাকছেন না, সেই কেন্দ্রে ঘটছে বিশৃঙ্খলা। এমন অবস্থায় অনেক প্রতিষ্ঠানে পরীক্ষা স্থগিত করা হয়েছে। আবার কিছু প্রতিষ্ঠানের বিশৃঙ্খলার মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছে। সার্বিক অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। দেশের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক সহকারী শিক্ষক অভিভাবকদের হাতে লাঞ্ছিত হয়েছেন।
আজকের পত্রিকা
পার্বত্য চট্টগ্রাম চুক্তি: ২৮ বছরেও হয়নি পূর্ণ বাস্তবায়ন
১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত হয় পার্বত্য চট্টগ্রাম চুক্তি। সেই চুক্তির বয়স ২৮ বছর হলেও আজও পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি চুক্তিটি। চুক্তি অনুযায়ী রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা পরিচালিত হবে পার্বত্য চুক্তির আলোকে। চুক্তির আলোকে গঠিত হয় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। সংশোধন করা হয় তিন পার্বত্য (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) জেলা পরিষদ।
প্রথম আলো
সরকারে থাকবেন নাকি ভোটে নামবেন, মাহফুজ সিদ্ধান্তহীন, কোন দিকে যাবেন আসিফ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল হতে পারে আগামী সপ্তাহে। শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে থাকা দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করে ভোটের লড়াইয়ে অংশ নেবেন, নাকি সরকারে থেকে যাবেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। যদিও দুই উপদেষ্টার কেউ এখন পর্যন্ত এ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি।
বিবিসি বাংলা
খাবার ফুরিয়ে আসছে, নেই ইন্টারনেট; ইন্দোনেশিয়ায় বন্যায় ১৪ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
ইন্দোনেশিয়ার বন্যায় মৃতের সংখ্যা এ পর্যন্ত ৫০০ ছাড়িয়েছে। উদ্ধারকর্মীরা এখনো ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে লড়াই করছেন।
মালাক্কা প্রণালীতে সৃষ্ট বিরল এক ঘূর্ণিঝড় গত সপ্তাহে দেশটির তিনটি প্রদেশে আঘাত হানে, যা প্রায় ১৪ লাখ মানুষের ওপর সরাসরি প্রভাব ফেলেছে বলে জানিয়েছে সরকারের দুর্যোগ বিষয়ক সংস্থা।
আরও অন্তত ৫০০ মানুষ নিখোঁজ আছে। এছাড়া আহত হয়েছে কয়েক হাজার মানুষ।
