শুক্রবার রবীন্দ্র সরোবরে কনসার্টের আয়োজন করল রাশিয়ান হাউস

‘বন্ধুত্বের সম্প্রীতি: রাশিয়ান পাবলিক ডিপ্লোম্যাসির ১০০তম বার্ষিকী ও বাংলাদেশের বিজয় দিবস উদযাপন’ উপলক্ষে ঢাকার রাশিয়ান হাউসের উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর রবীন্দ্র সরোবরে কনসার্ট অনুষ্ঠিত হবে।
ঢাকার রাশিয়ান হাউস জানিয়েছে, অনুষ্ঠানটি সবার জন্য উম্মুক্ত থাকবে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এই অনুষ্ঠান হবে।
বিশেষ সন্ধ্যাটি রাশিয়ান পাবলিক কূটনীতির শতবর্ষ উদযাপন ও বাংলাদেশের বিজয় দিবসকে সম্মান জানাতে উৎসর্গ করা হয়েছে।
অনুষ্ঠানে ঐতিহ্যবাহী রাশিয়ান লোকনৃত্য, প্রতিভাবান শিল্পীদের দ্বারা পরিবেশিত হবে রাশিয়ান সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শন। এছাড়া দুদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা এবং দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে নানা আয়োজন থাকবে।
এনআই/এমজে