অপসারণ করা আড়াই লাখ ব্যানার-ফেস্টুনের মধ্যে ২৮ শতাংশ রাজনৈতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আওতাধীন ১০টি অঞ্চলের ৫২টি ওয়ার্ডে নভেম্বর মাসব্যাপী ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে সংস্থাটি। এ সময় মোট ২ লাখ ৪৭ হাজার অবৈধ ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করে তারা
শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএনসিসি সূত্র জানায়, অপসারণ করা ব্যানার ফেস্টুনের ২৮ শতাংশ রাজনৈতিক, ২১ শতাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠানের এবং ১৭ শতাংশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের।
অপসারণ করা ব্যানার ফেস্টুনের তালিকার প্রতিবেদন অনুযায়ী, অঞ্চল-৩ এ সর্বাধিক ৬৫ হাজার ১৫০টি ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে। এছাড়া অঞ্চল-৫ থেকে প্রায় ৪৭ হাজার, অঞ্চল-২ থেকে ৩৭ হাজার, অঞ্চল-৭ থেকে ৩৩ হাজার ব্যানার ও ফেস্টুন উচ্ছেদ করা হয়েছে।
ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, নগর পরিচ্ছন্নতার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এএসএস/এমএন