মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১

রাজধানীর মোহাম্মদপুর থানায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (৫ ডিসেম্বর) এই অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন মামলার ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- ইয়াসিন (২২), রায়হান (২৩), পারভেজ (৩০), আহাম্মেদ সাদমান (২৯), সাজিদ (২২), আলামিন (২৫), ইমন (২৩), কাশেম (২৩), মাহমুদ হাসান স্বাধীন (২৩), মিঠু (৩০) ও শাকিল (২৪)।
শনিবার বিকেলে (৬ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।
তিনি বলেন, মোহাম্মদপুর থানা এলাকার আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় থানা এলাকায় একাধিক টিম শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ও অপরাধ নিয়ন্ত্রণে রাখতেই এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
এসএএ/জেডএস