কারাগারে টাকা দিলেই মোবাইল, বাইরের অপরাধ নিয়ন্ত্রণে বন্দিরা

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
কারাগারে টাকা দিলেই মুঠোফোন, বাইরের অপরাধ নিয়ন্ত্রণে বন্দীরা
দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই কারাগার—কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার ও গাজীপুরে অবস্থিত কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার। প্রভাবশালী ও দুর্ধর্ষ বন্দীও বেশি এই দুই কারাগারে। কড়া নিরাপত্তা ও নজরদারিও এই দুটিতে বেশি থাকার কথা। অথচ এই দুই কারাগারের অনেক বন্দী অবৈধভাবে মুঠোফোন ব্যবহার করে বাইরের মাদক কারবার, সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন। কেউ কেউ রাজনৈতিক নির্দেশনাও দেন। এমনকি কারাগার ভেঙে পালানোর মতো পরিকল্পনাও করেছিল দুর্ধর্ষ আসামিদের কেউ কেউ।
বণিক বার্তা
পুলিশের পোশাক কেনাকাটায় অস্বচ্ছতার অভিযোগ
বাংলাদেশ পুলিশের নতুন পোশাকের কাপড় সরবরাহের ১৪১ কোটি টাকার কাজ দেয়া হয়েছে নোমান গ্রুপকে। এ গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলামের বিরুদ্ধে রয়েছে দুর্নীতি দমন কমিশনের মামলা। অন্যদিকে বুট ও বিভিন্ন ধরনের জুতা সরবরাহের কাজ পেয়েছে ফ্রেন্ডস ট্রেডিং করপোরেশন। অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির নেই নিজস্ব ট্যানারি, জুতা তৈরির কারখানা ও পর্যাপ্ত অভিজ্ঞতা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বরিশাল বিএম কলেজ শাখার সাবেক আহ্বায়ক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর সদস্য গাজী তৌকির রহমান শুভ। চেক ডিজঅনারের মামলাও হয়েছিল তার বিরুদ্ধে। বাংলাদেশ পুলিশের জন্য বুট, ট্রেনিং ও প্যারেড বুট, ক্যানভাস সু সরবরাহে ১০৫ কোটি টাকার কাজ পেয়েছে গাজী তৌকির রহমানের প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠানকে কাজ দেয়ার ঘটনাকে অস্বচ্ছ, অগ্রহণযোগ্য ও প্রশ্নবিদ্ধ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অবশ্য পুলিশ কর্তৃপক্ষ বলছেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই সব কেনাকাটা সম্পন্ন হয়েছে।
আজকের পত্রিকা
১৬ থানার ওসি বদল ঘুরেফিরে পুরোনোরাই
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল আনা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই রদবদলের কথা বলা হলেও থানাগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে পুরোনো ওসিদেরই। তাঁদের কয়েকজনের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে।
যুগান্তর
বিনিয়োগ নেই বাড়ছে বেকার
বছরে ২০ লাখ লোক শ্রমবাজারে আসছেন। কিন্তু কর্মসংস্থান নেই। একের পর এক বন্ধ হচ্ছে শিল্পপ্রতিষ্ঠান। একদিকে বিনিয়োগের জন্য চাহিদামাফিক টাকা নেই ব্যাংকে, অন্যদিকে ঋণের সুদের হারও ঊর্ধ্বমুখী। রাজনৈতিক অস্থিরতাসহ চতুর্মুখী সংকটে শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীরা একরকম দিশেহারা। ফলে বাড়ছে না নতুন বিনিয়োগ। চাহিদা ও ক্রেতা কমে যাওয়ায় বাধ্য হয়ে শিল্পমালিকদের উৎপাদনের গতিতে লাগাম টানতে হচ্ছে। উপরন্তু পড়ে থাকছে উৎপাদিত পণ্য। অনেক ক্ষেত্রে দাম কমিয়েও বিক্রি করা যাচ্ছে না। এসব কারণে চরম এক দুঃসময় পার করতে হচ্ছে শিল্পোদ্যোক্তাসহ অধিকাংশ ব্যবসায়ীদের।
আজকের পত্রিকা
ভোটের জোটে গতি নেই
সপ্তাহ শেষ হওয়ার আগেই হয়ে যেতে পারে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এর পরেই পুরোদমে ভোটের প্রচারে ঝাঁপিয়ে পড়বে রাজনৈতিক দলগুলো। কিন্তু এখন পর্যন্ত দলগুলোর মধ্যে ভোটের মেরুকরণে তেমন কোনো বড় নড়চড় চোখে পড়ছে না। ক্ষমতায় যাওয়ার পথ পাকা করার কৌশলে ভোটের আগ দিয়ে জোট গড়ার আলাপ বরাবরের মতো এবারও ছিল শুরু থেকে। কিন্তু সেই আলাপ যেন কোনো পরিণতিতে গড়াচ্ছে না।
যুগান্তর
পরামর্শকের পেছনে প্রশ্নবিদ্ধ ব্যয় ৬৮ কোটি টাকা
সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতে চুরি ঠেকাতে এর কার্যক্রম ডিজিটালাইজেশন করার উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এক প্রকল্পেই ৬৮ কোটি টাকার পরামর্শক ব্যয় প্রস্তাব নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া প্রশিক্ষণ খাতে ৮ কোটি এবং সেমিনার বা কনফারেন্সের জন্য ৫ কোটি টাকা খরচের প্রস্তাবকে ব্যয়ের নয়ছয় ছক বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। বিশ্বব্যাংকের ঋণের টাকায় এমন প্রকল্প নেওয়া কতটা যৌক্তিক, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ‘সোশ্যাল প্রটেকশন ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যান্ড কোঅর্ডিনেশন (এসপিডিটিসি)’ শীর্ষক প্রকল্পের এসব খরচের প্রস্তাব করা হয়। এটি নিয়ে বুধবার অনুষ্ঠিত হবে বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটির (এসপিইসি) সভা। পরিকল্পনা কমিশনে অনুষ্ঠেয় ওই সভায় এসব ব্যয় প্রস্তাব নিয়ে প্রশ্ন তোলা হবে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
আজকের পত্রিকা
কারাগারে বন্দীরাও ভোট দেবেন, থাকবে না প্রচার ও এজেন্ট
প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী কাজে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মতো সারা দেশের কারাগারগুলোতে বন্দী ব্যক্তিরাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন (ইসি) থেকে কারা কর্তৃপক্ষকে দেওয়া লিংকে ভোট দিতে আগ্রহী বন্দীরা নিবন্ধন করতে পারবেন। তাঁরা যে নির্বাচনী এলাকার ভোটার, সেই আসনের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
কালের কণ্ঠ
নিচুমানের পাঠ্যবই এবারও
আগের বছরগুলোর মতো এ বছরও নিম্নমানের কাগজে ছাপা হচ্ছে পাঠ্যবই। কয়েকটি প্রেসের বিরুদ্ধে উঠেছে রিসাইকলড কাগজে বই ছাপার অভিযোগ। মানদণ্ড অনুযায়ী এতে কাগজের জিএসএম ও ব্রাইটনেস পাওয়া যাচ্ছে না। কিন্তু মানের ব্যাপারে কঠোর হতে গেলে বাধার মুখে পড়তে হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং ইন্সপেকশন এজেন্টের কর্মকর্তাদের।
প্রথম আলো
যৌনকর্মীদের কাছে কনডম নেই, এইচআইভি সংক্রমণের ঝুঁকি
যশোরের বাবুবাজার যৌনপল্লিতে প্রায় ১৫ বছর ধরে আছেন যৌনকর্মী আশা (ছদ্মনাম)। স্বাস্থ্য সুরক্ষায় কনডমের ব্যবহার সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা আছে। তবে ধারণা থাকলে কী হবে, সেই সুরক্ষাসামগ্রী এখন আর বিনা পয়সায় পাচ্ছেন না তিনি। বছর দুয়েক হলো এ সমস্যা। এখন কনডমের সংকট চরমে, জানান আশা।
বণিক বার্তা
ড্রেজিংপূর্ব অবস্থার চেয়েও গভীরতা এখন কম
পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের গড় গভীরতা ২০২০ সালের ডিসেম্বরে ছিল ছয় মিটার। এরপর চট্টগ্রাম বন্দরের অনুদান ও কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ নিয়ে চ্যানেলের গভীরতা বাড়াতে বাস্তবায়ন করা হয় পৃথক দুটি ড্রেজিং বা খনন প্রকল্প। এতে খরচ হয় প্রায় ৭ হাজার কোটি টাকা। বিপুল এ বিনিয়োগের পর ২০২৩ সালে চ্যানেলটির গড় গভীরতা সাড়ে ১০ মিটারে উন্নীত হয়। যদিও খনন শেষ হওয়ার পর থেকেই কমছে চ্যানেলটির গভীরতা। গতকাল গড় গভীরতা ছিল ৫ দশমিক ৮ মিটার। চলতি মাসে গভীরতা এ রকম নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছিল পায়রা বন্দর কর্তৃপক্ষ। সে হিসেবে ২০২০ সালে চ্যানেলটিতে খনন প্রকল্প শুরুর আগে যা ছিল, বর্তমান গভীরতা তার চেয়ে দশমিক ২ শতাংশ কম।
কালের কণ্ঠ
১৫ বছরে ছয় শতাধিক হত্যা
সীমান্ত হত্যা থামছেই না। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বারবার কথা দিলেও তারা কথা রাখছে না। নিয়মিতই তাদের বন্দুকের গুলির শিকার হচ্ছে বাংলাদেশিরা। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত সীমান্তে অন্তত ২৮ জন বাংলাদেশি হত্যার শিকার হয়েছে।
বণিক বার্তা
তিন দশকেও হয়নি বাসযোগ্য আরো ৯ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে রাজউক
রাজধানী ঢাকার পাশে ‘আধুনিক ও পরিকল্পিত নগরী’ গড়ে তোলার লক্ষ্য নিয়ে ১৯৯৫ সালে শুরু হয়েছিল পূর্বাচল নতুন শহর প্রকল্প। তবে তিন দশক পেরিয়ে গেলেও এখনো সেটি পূর্ণাঙ্গভাবে বসবাস উপযোগী হয়নি। প্রায় ৮ হাজার কোটি টাকা ব্যয় হলেও নেই পর্যাপ্ত অবকাঠামো ও সড়ক ব্যবস্থা। পানি, বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ মৌলিক নাগরিক সুবিধা না থাকায় পূর্বাচলে বসতি স্থাপন করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন জমির মালিকরা।
বিবিসি বাংলা
বেবি শার্ক, ৯০ সেকেন্ডের ভিডিও ক্লিপ যেভাবে ৪০০ মিলিয়ন ডলারের ব্যবসা গড়ে তুলেছে
কিম মিন-সিওক যখন ২০১৬ সালের জুনে ৯০ সেকেন্ডের একটি শিশুদের গানের ভিডিও ক্লিপ প্রকাশের অনুমোদন দেন, তখন তার ধারণাই ছিল না যে তিনি কী প্রকাশ করছেন।
এটি ১৬ বিলিয়ন বা ১৬০০ কোটিরও বেশি ভিউ পেয়ে বিশ্বব্যাপী আলোড়ন তোলে- ইউটিউবে সর্বকালের সবচেয়ে বেশি বার দেখা ভিডিওতে পরিণত হয়।
