প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৪ লাখ টাকার অনুদান

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে এইচডিএফসি, সাইনপাওয়ার লিমিটেডের কাছ থেকে ২৪ লাখ টাকার অনুদানের চেক গ্রহণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম (বীর প্রতীক)।
রোববার (৭ ডিসেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টার পক্ষে এ অনুদান গ্রহণ করেন তিনি। এ সময় উপদেষ্টা ফারুক-ই আজম বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এ প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২৪৩টি চেক/ পে-অর্ডার/ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে এ পর্যন্ত ১০১ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৩০৩ টাকার অনুদান গ্ৰহণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মুস্তাফিজুর রহমান, যুগ্ম সচিব সেখ ফরিদ আহমে, সাইনপাওয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সু যেন, হেড অফ ফিনান্স কিউ ইয়াযে।
এসএইচআর/এমএন