অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণে সোমবার থেকে মাঠে নামছে ডিএসসিসি

অবৈধ ব্যানার, ফেস্টুন, লিফলেট, বিজ্ঞপ্তি, বিলবোর্ড অপসারণ কার্যক্রম পরিচালনা করতে আগামীকাল থেকে মাঠে নামছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
রোববার (৭ ডিসেম্বর) রাতে সংস্থাটির মুখপাত্র রাসেল রহমান জানিয়েছেন, আগামীকাল থেকে অবৈধ ব্যানার, ফেস্টুন, লিফলেট, বিজ্ঞপ্তি, বিলবোর্ড অপসারণ কার্যক্রম পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
এর আগে ব্যানার-ফেস্টুন নিজ উদ্যোগে অপসারণ করার কথা জানিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অন্যথায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেছে সংস্থাটি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি সেখানে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় সম্প্রতি কর্পোরেশনের অনুমতি ব্যতীত বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং ব্যক্তি মালিকানাধীন স্থাপনায় বিজ্ঞাপন, সাইনবোর্ড ও নির্বাচনী প্রচারণার প্রচারপত্র স্থাপন করা হয়েছে। যা দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ এর পরিপন্থী।
সেখানে আরও বলা হয়, একটি পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ে তোলার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার অনুমতিবিহীন সকল ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিজ্ঞাপন, সাইনবোর্ড ও নির্বাচনী প্রচারপত্র ইত্যাদি স্ব-উদ্যোগে অপসারণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন/ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুরোধ করা হলো। অন্যথায় সংশ্লিষ্ট সংগঠন,ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএসএস/এমএসএ