দাউদকান্দিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন কুমিল্লা জেলার দাউদকান্দির গৌরীপুর বাজার এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বার্তায় বলা হয়, অভিযানে মোট ৭৯ টি অবৈধ বার্নার স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয় এবং ৭টি রাইজার কর্তন করা হয়। এছাড়াও আবাসিক সংযোগ বাণিজ্যিক কাজে ব্যবহার করার কারণে ২টি এবং অনুমোদনের অতিরিক্ত বার্নার ব্যবহারের দায়ে আরও ২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান চলাকালীন অবৈধ সংযোগ থেকে প্রায় ১০০ ফুট ১ ইঞ্চি এম এস পাইপ ও ১০টি রেগুলেটর জব্দ করা হয়। অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ায় ও ব্যবহারের অপরাধে ৬ জন ব্যক্তিকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ওএফএ/এমটিআই