নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ বিস্ফোরণ: দগ্ধ আলাউদ্দিনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আলাউদ্দিন (৩৫) মারা গেছেন| গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্য কেন্দ্রে(আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা শাওন বিন রহমান। তিনি জানান, শনিবার ভোরের দিকে সোনারগাঁও এলাকা থেকে নারী শিশুসহ ৪ জনকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাযন আলাউদ্দিন। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে তাদের মধ্যে জরিনা বেগম শরীরের ২০ শতাংশ, সাথীয়া আক্তার ১২ শতাংশ এবং সাইমা ৩০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গত শনিবার রাত ৩টার দিকে লাইনের গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ৪টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
এসএএ/এমটিআই/