ফুটপাতে নির্মাণ করা অবৈধ স্থাপনা ভেঙে দিলো ডিএসসিসি

ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ধানমন্ডি এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান চালিয়ে অবৈধ এই স্থাপনা ভেঙে দেওয়া হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ধানমন্ডি এলাকার একটি মেডিকেল কলেজের পূর্ব পাশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন ফুটপাতে এই অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। আজ এই অবৈধভাবে নির্মিত স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।
জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
এএসএস/বিআরইউ