মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা করার সময় দুজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর আসাদগেট এলাকায় ঝটিকা মিছিল বের হলে পুলিশ ধাওয়া দিয়ে দুজনকে ব্যানারসহ আটক করে।
আটক দুজন হলেন- নওশের আলম পরশ (২৭) ও মনির হোসেন (৫২)।
নওশের আলম পরশের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কাঞ্চনপুর গ্রামে। বর্তমানে তিনি মিরপুরের কল্যাণপুর এলাকায় থাকেন।
অন্যদিকে মনির হোসেনের বাড়ি একই জেলার রামগঞ্জ থানার কালচমা গ্রামে। তিনি মোহাম্মদপুর টাউন হল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এবং বর্তমানে জাকির হোসেন রোডে বসবাস করেন।
ঘটনাটি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন। তিনি বলেন, জুমার নামাজ শেষে আসাদগেট এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগ একটি মিছিল বের করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে ব্যানারসহ দুজনকে আটক করে। এদের মধ্যে মনির হোসেন কাঁচাবাজার টাউন হল ইউনিট আওয়ামী লীগের সভাপতি। আরেকজনের পরিচয় যাচাই-বাছাই চলছে।
এসএএ/এমএসএ