ভোটের মাঠে ভয়ের ছায়া

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
জ্বালানি তেলে ‘ফুসফুসের বিষ’
দেশে ব্যবহৃত জ্বালানি তেলে নির্ধারিত মাত্রার চেয়ে অনেক বেশি সালফার পাওয়া গেছে। আর সরকারিভাবে নির্ধারিত মাত্রাও গ্রহণযোগ্য সীমার ৩৫ গুণ বেশি, বলছেন বিশেষজ্ঞরা।
বায়ুদূষণের একটি বড় কারণ হলো জ্বালানি তেলে সালফার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও বায়ুমানবিষয়ক গবেষক আবদুস সালাম প্রথম আলোকে বলেন, সালফার শুধু নিজে দূষণ করে না, বস্তুকণা তৈরি করে আরও কিছু উপাদানের দূষণে সহায়তা করে। এতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তাই সারা পৃথিবীতে জ্বালানি তেলে সালফার কমিয়ে রাখে। দেশে পরীক্ষায় যে মাত্রায় সালফার পাওয়া গেছে, তা ভয়াবহ।
কালের কণ্ঠ
১১ মাসে গুলিবিদ্ধ ২৩০, নিহত ৮০
দেশে চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে ২৩০ জনের বেশি গুলিবিদ্ধ হয়েছে। এতে ৮০ জনের বেশি নিহত হয়। হতাহতের মধ্যে রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) মাসিক অপরাধমূলক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
প্রথম আলো
সোয়া তিন কোটি টাকার গৃহকর যেভাবে হয়ে গেল ১৮ লাখ
চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের আগ্রাবাদে তিন তারকা হোটেল সেন্ট মার্টিন লিমিটেডের গৃহকর নির্ধারণ করেছিল ৩ কোটি ৩০ লাখ টাকা। দুই দফায় ৩ কোটি ১২ লাখ টাকা কমিয়ে সেই গৃহকর নির্ধারণ করা হয় ১৮ লাখ টাকা। কোনো ধরনের শুনানি না করে এবং আপিল রিভিউ বোর্ডের চেয়ারম্যান মেয়রের সই ছাড়াই এভাবে কর কমিয়ে দেন রাজস্ব বিভাগের কর্মকর্তারা।
কালের কণ্ঠ
বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা ভারতের সাত রাজ্যে
ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা মনোজ চৌধুরী স্থানীয় বাজার থেকে গত শনিবার টেংরা, পাবদা, মেনি (ভেদা) মাছ কিনেছেন। পরদিন দুপুরে মোবাইল ফোনে কথা হলে মনোজ চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘মাছের আসল স্বাদ তো বাংলার মাছে। প্রতিনিয়তই বাজার থেকে কিনে আনি। দামও খুব একটা বেশি না।
দেশ রূপান্তর
মালয়েশিয়ার শ্রমবাজার হাতছাড়ার শঙ্কা
মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য বন্ধ আছে; কবে আবার তা চালু হবে কেউ বলতে পারছে না। কূটনৈতিক দুর্বলতা, নীতিগত অস্থিরতা এবং মানব পাচার ও মানি লন্ডারিংয়ের ঢালাও মামলার কারণে এ শ্রমবাজারের পুনরায় চালু হওয়ার পথ সংকুচিত করেছে। এ অবকাশে নেপালসহ কয়েকটি দেশের শ্রমিকরা মালয়েশিয়ার শ্রমবাজারে ঢুকছে।
প্রথম আলো
পাহাড়ের গল্প শোনাতে ‘পাওমুম থারক্লা’র শিশুরা আসছে ঢাকায়
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ে গাছ-বাঁশ-ছনের ছাউনি দেওয়া ছোট্ট একটি স্কুল। নাম তার ‘পাওমুম থারক্লা’। ম্রো ভাষায় যার অর্থ ‘ফুলের কলি ফোটাতে হবে’। এই স্কুলের শিশুরা কেউ কোনো দিন লামার বাইরেও যায়নি। অভিভাবকদের অবস্থাও প্রায় একই। পাহাড়ের আড়ালে থাকা এই শিশুরা এবার ঢাকায় আসছে নিজেদের গল্প বলতে—প্রথমবারের মতো।
আজকের পত্রিকা
জাতীয় সংসদ নির্বাচন: তফসিলের পর আইনশৃঙ্খলা রক্ষা এখন বড় চ্যালেঞ্জ
জুলাই অভ্যুত্থানের জেরে বিপর্যস্ত পুলিশ বাহিনীকে ধীরে ধীরে গুছিয়ে এনে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। তবে এ নিয়ে পর্যবেক্ষক মহল বা জনমনে স্বস্তি এখনো ফেরেনি। এমন অবস্থায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্ভাব্য নেতিবাচক তৎপরতা, জামিনে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীদের আবার সক্রিয় হওয়ার চেষ্টা, রাজনৈতিক দলগুলোর ভেতর মতবিরোধ, লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার না হওয়া—এ সব মিলিয়ে নির্বাচন-পূর্ব সময়ে উত্তেজনা ও নিরাপত্তাহীনতা বাড়ার আশঙ্কা রয়েছে।
দেশ রূপান্তর
জাহাজ কিনে লাভের নেশায় বিএসসি
অক্টোবরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে যুক্ত হয়েছে একটি, আগামী মাসে যুক্ত হতে যাচ্ছে আরেকটি নতুন জাহাজ। বর্তমানের জাহাজের সঙ্গে আগামী ৫ বছরে আরও ২২টি জাহাজ কেনার উদ্যোগ নিয়েছে বিএসসি। আর এতে বছরে প্রতিষ্ঠানটি ৩ থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা নিট লাভের স্বপ্ন দেখছে।
আজকের পত্রিকা
হাওরে বিদ্যুৎ সংযোগ: বাঁশের খুঁটিতে ৩৩,০০০ ভোল্টের লাইন
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বড় হাওরে এখন আর থইথই পানি নেই। বিস্তীর্ণ হাওরের মধ্য দিয়ে টানা হয়েছে ৩৩ হাজার ভোল্টেজের (৩৩ কেভি) বিদ্যুৎ সঞ্চালন লাইন। কিন্তু উচ্চমাত্রার এই বিদ্যুৎ সরবরাহের জন্য বাঁশের খুঁটি ব্যবহার করা হয়েছে। বাঁশ, কাঠ ও জিআই তারের তৈরি ঝুঁকিপূর্ণ বাঁশের খুঁটির মাথায় এমন ছয়টি বাঁশের খুঁটি রয়েছে। পাশের উপজেলা মিঠামইনের নবাবপুর হাওরে আরও একটি বাঁশের খুঁটি ব্যবহার করা হয়েছে।
বণিক বার্তা
নির্বাচন ঘিরে রেকর্ড দামে চায়ের নিলাম
দীর্ঘদিন ধরে দেশে চা খাতে মন্দা ভাব। উৎপাদন খরচের তুলনায় বিক্রিমূল্য কম থাকায় লোকসান করে অনেক প্রতিষ্ঠান। তাই চলতি বছরের মাঝামাঝিতে ন্যূনতম নিলাম মূল্যস্তর সংশোধন করে কিছুটা বাড়িয়ে দেয় সরকার। এতে চায়ের গড় দাম বাড়লেও বিক্রির হার ছিল আগের মতোই। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সাম্প্রতিক সপ্তাহগুলোয় চায়ের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সে কারণে নিলামে তৈরি হয়েছে নতুন রেকর্ড। সর্বশেষ তিনটি নিলামে সর্বোচ্চ দরেই চা বিক্রির হার পৌঁছেছে ৯০ শতাংশের ঘরে, যা গত কয়েক বছরে দেখা যায়নি বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।
আজকের পত্রিকা
পটুয়াখালীর কলাপাড়া: এক রাখাইন পরিবারের ৪০ একর জমি দখল
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের কালাচানপাড়ায় একটি রাখাইন পরিবারের প্রায় ৪০ একর জমি জবরদখল হয়েছে। গত ১৫ বছরে স্থানীয় আওয়ামী লীগ নেতা, সরকারি কর্মকর্তাসহ প্রভাবশালীরা জালিয়াতির মাধ্যমে অধিকাংশ জমি দখলে নিয়ে বিক্রি করেছেন বলে অভিযোগ উঠেছে। গত ২৩ নভেম্বর আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস ও তাঁর পরিবারের বিরুদ্ধে ওই জমির ১৫৫ শতাংশ দখলের লিখিত অভিযোগ করা হয়। প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, আইনসচিবসহ শীর্ষ কর্মকর্তাদের কাছে অভিযোগ পাঠিয়ে প্রতিকার চেয়েছেন জমির মালিক লাচাউ রাখাইন।
যুগান্তর
ভোটে প্রার্থী হতে পারবেন না পলাতক ব্যক্তিরা
আদালত যেসব ব্যক্তিকে ফেরারি বা পলাতক আসামি হিসাবে ঘোষণা করেছেন, তারা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এমনকি পদে থেকে সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও প্রার্থী হতে পারবেন না। এমনকি প্রজাতন্ত্রের বা কোনো সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠানের লাভজনক পদে থাকা ব্যক্তিরাও ভোট করতে পারবেন না। তবে তারা নিজ পদ থেকে পদত্যাগ করলে প্রার্থী হতে পারবেন। নির্বাচন কমিশনের জারি করা প্রথম পরিপত্রে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
বণিক বার্তা
৩০ ডিআইজি ও ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি
পুলিশে পদোন্নতি পেয়ে সম্প্রতি উপমহাপরিদর্শক (ডিআইজি) হওয়া ৩০ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। এছাড়া চার অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
যুগান্তর
বৈশ্বিকভাবে নেতিবাচক পরিস্থিতিতে ব্যাংক খাত
খেলাপি ঋণের বেপরোয়া ঊর্ধ্বগতির কারণে দেশের ব্যাংক খাতের সার্বিক অবস্থা নিয়ে বৈশ্বিকভাবে নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আন্তর্জাতিক সংস্থাগুলো খেলাপি ঋণের ঊর্ধ্বগতিকে ভালো চোখে দেখছে না। বৈশ্বিক ঋণ মান নির্ণয়কারী সংস্থাগুলো মাত্রাতিরিক্ত খেলাপি বাড়ার কারণে দেশের ব্যাংক খাতের রেটিং কমিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বব্যাংক ও আইএমএফ খেলাপি ঋণের ঊর্ধ্বগতির কারণে ব্যাংক খাতের সার্বিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কা করছে। বাংলাদেশের ব্যাংকগুলোর সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনের বড় বড় ব্যাংকগুলো ব্যবসায়িক লেনদেন বা বৈদেশিক ঋণের গ্যারান্টি দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছে। ওইসব ব্যাংক লেনদেন বা গ্যারান্টি দেওয়ার আগে নিজেদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছে।
কালবেলা
ভোটের মাঠে ভয়ের ছায়া
জাতীয় নির্বাচনের কাঙ্ক্ষিত তপশিল ঘোষণা হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছে। ভোটের মাঠে সন্ত্রাসের ছায়ায় আতঙ্ক ছড়াচ্ছে নানা স্তরে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকার অন্যতম শর্ত হলেও সেই গ্রাফটা এখনো নিচের দিকেই রয়েছে। ভয়হীন ভোটের মাঠ তৈরিতে দ্রুতই অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে তাগাদা দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
বিবিসি বাংলা
এবারের নির্বাচনে কারা প্রার্থী হতে বা ভোট দিতে পারবেন না
গণঅভ্যুত্থানের প্রায় দেড় বছর পর আগামী ফেব্রুয়ারির ১২ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক দল ও ইচ্ছুক প্রার্থীদের ভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
গত দেড় দশকের বেশি সময় সময় ধরে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের সবগুলো নিয়েই ছিল নানা প্রশ্ন।
