যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নেব

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে তাহলে সেটি নেওয়া হবে বলে জানিয়েছেন এই মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার (১৪ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা চলাকালে সাংবাদিকদের উপদেষ্টা এ কথা বলেন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
আসিফ নজরুল বলেন, আমার খুবই উৎসাহ এবং আগ্রহের সঙ্গে আজকে প্রথম দিনের দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা এবং এরপরে এমন একটা পরিবেশ দেশে বিরাজ করছে, তাতে আনন্দচিত্তে দায়িত্ব গ্রহণ করছি এটা বলতে পারব না। তবে আমি আমার দায়িত্বের ব্যাপারে সচেতন আছি। আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যে আগে ছিলেন আসিফ মাহমুদ, তিনি অত্যন্ত সফল একজন উপদেষ্টা ছিলেন। বিশেষ করে ক্রীড়ার ক্ষেত্রে তিনি অনেক কাজ করেছেন। ক্রীড়াক্ষেত্রে আমাদের এমন অনেক বিরল সাফল্য নিয়ে এসেছেন যেটা আগে কেউ পারেনি। তারুণ্যের উৎসব মেলা খুবই ভালো একটা প্রোগ্রাম করেছেন। আসিফের কাজের যে ধারাবাহিকতা সেটা তো আমি বজায় রাখবই, আর নতুন কি করা যায় সেটা দেখব।
তিনি বলেন, দুই মাস খুব অল্প সময়। তবুও আমি ঠিক করেছি দুইটা আমার লক্ষ্য থাকবে। একটা হচ্ছে যদি কোনো রকম দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে তাহলে সেটা নেব। আর হচ্ছে ঢাকার বাইরে বিশেষ করে সবসময় ঢাকার বাইরে গেলে শুনতাম ওখানে খেলাধুলার খুব করুন অবস্থা। ঢাকার বাইরে যে স্টেডিয়ামগুলো আছে, আমাদের মন্ত্রণালয়ের বিভিন্ন অফিস আছে সেগুলো কীভাবে সক্রিয় করা যায় চেষ্টা করব।
এমএম/জেডএস