খুব অভিজ্ঞ ছাড়া এভাবে কেউ গুলি করতে পারে না : চিকিৎসক আব্দুল আহাদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে যে গুলি করেছে, খুব অভিজ্ঞ ছাড়া এভাবে কেউ গুলি করতে পারে না বলে জানিয়েছেন চিকিৎসক।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে শারীরিক অবস্থা জানাতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জিক্যাল বিভাগে ওসমান হাদির অপারেশন টিমের সদস্য ও এনসিপির ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব চিকিৎসক আব্দুল আহাদ এ কথা বলেন।
ওসমান হাদীকে যে ব্যক্তি গুলি করেছে সে খুবই প্রশিক্ষণপ্রাপ্ত ছিল উল্লেখ করে চিকিৎসক আব্দুল আহাদ বলেন, আমি সার্জন হিসেবে বলতে চাই, এক্সপার্ট হিসেবে হ্যাট স্যুট করা হয়েছে। তার ডান পাশ দিয়ে গুলি করা হয়েছে। যেখানে ব্রেনের এবং শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে সাহায্য করে তার সামনে দিয়ে তা ভেদ করে বিপরীত দিক দিয়ে বের হয়েছে। খুব অভিজ্ঞ ছাড়া এভাবে কেউ গুলি করতে পারে না।
এনসিপির ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব এই চিকিৎসক আব্দুল আহাদ বলেন, এখন দেশে যে অবস্থা আমরা দেখেছি, আইনশৃঙ্খলা বাহিনী এখনও সেই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি, জুলাইয়ের পক্ষে যারা শক্তি আছি, আমাদের সবার জীবন হুমকির মুখে।
তিনি আরও বলেন, দেশের যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামনে নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন পক্ষ এখানে জড়িত আছে। আমি দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বরাবর আহ্বান জানাচ্ছি আপনারা দ্রুততম সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করেন।
অপরাধী যেই হোক তাকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে এবং দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে। তা না করা গেলে আমাদের জুলাইয়ের সব পক্ষের শক্তিগুলো হুমকির মুখে আছে।
জুলাই পক্ষের শক্তিগুলোকে কন্টিনিউয়াস ফোন করে হুমকি দেওয়া হচ্ছে জানিয়ে আব্দুল আহাদ বলেন, আমাদের অপরিচিত নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। আমাদের নম্বর পাবলিক করে দেওয়া হচ্ছে। বিভিন্ন গ্রুপে আমাদের নম্বর দেওয়া হচ্ছে। আমাদের পরিবার, আমাদের বাসার লোকেশনগুলো ট্যাগ করা হচ্ছে। আমাদেরকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এগুলোর আসলে শেষ কোথায়?
এএসএস/এমএন