সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে ব্রিটিশ হাইকমিশনের সমবেদনা

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনীর সদস্যের পরিবারের প্রতি সমবেদনা এবং আহত আটজনের দ্রুত আরোগ্য কামনা করেছে যুক্তরাজ্য।
রোববার (১৪ ডিসেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় বলেছে, শনিবার সুদানে মর্মান্তিকভাবে প্রাণ হারানো ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহত আটজনের পূর্ণ ও দ্রুত আরোগ্য কামনা করছি।
বিশ্বব্যাপী শান্তিরক্ষায় বাংলাদেশের অঙ্গীকারকে সমর্থনের ক্ষেত্রে যুক্তরাজ্য অবিচল রয়েছে বলেও বার্তায় উল্লেখ করা হয়।
এদিন, ঢাকার মার্কিন দূতাবাস জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনীর সদস্যের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র দূতাবাস সুদানে নিহত ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষা বাহিনীর সদস্যের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানাচ্ছে। এছাড়া, আহত আটজনের দ্রুত সুস্থতা কামনা করছে। যুক্তরাষ্ট্র জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশের দীর্ঘ অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে।
এনআই/এমজে