চট্টগ্রামে নকল সাবান তৈরির কারখানায় র্যাবের অভিযান

চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার মইজ্জারটেক শিকলবাহা এলাকায় অবৈধভাবে নকল সাবান উৎপাদনের একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সাবান ও উৎপাদন সামগ্রী জব্দ করেছে র্যাব।
রোববার (১৪ ডিসেম্বর) পরিচালিত অভিযানে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর পরিদর্শক আব্দুর রহিমের সঙ্গে র্যাবের একটি দল অংশ নেয়।
অভিযানকালে বিভিন্ন ব্র্যান্ডের নামে উৎপাদিত বিপুল পরিমাণ অবৈধ নকল সাবান ও সাবান তৈরির কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে অবৈধভাবে পরিচালিত কারখানাটি সিলগালা করা হয়।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।
এমআর/জেডএস