চট্টগ্রামে ভোক্তার অভিযান : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, বেকারি বন্ধ ঘোষণা

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড় এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একটি বেকারি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে আজগরের মাংসের দোকানে মূল্যতালিকা না থাকায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। অক্সিজেন ফার্মেসিতে অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে ৬ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। মদিনা হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের কারণে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মেসার্স আল মদিনা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স আল শিফা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রির দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আল্লার দান বেকারিতে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও উৎপাদনের প্রমাণ পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ উপস্থিত ছিলেন।
এমআর/জেডএস