প্রাণিসম্পদে ৪ কর্মকর্তার পদোন্নতি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদফতরের চার কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। চারজনই পরিচালক পদে পদোন্নতি পেয়ে নতুন কর্মস্থলে যোগদানের আদেশ পেয়েছেন।
শুক্রবার (৮ জানুয়ারি) প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. আব্দুর জব্বার শিকদার ঢাকা পোস্ট কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব নাদিয়া হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি ও পদোন্নতি দেওয়া হয়।
আব্দুর জব্বার বলেন, এতদিন এসব কর্মকর্তারা উপ-পরিচালক হিসেব দেশের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছিলে। সুনামের সঙ্গে কাজ করায় তাদের এ পদোন্নতি হয়েছে।
প্রাণিসম্পদ অধিদফতরে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- ডা. আমিনুল ইসলাম, নতুন কর্মস্থল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর সিলেট; ডা. আবুল কালাম আজাদ, নতুন কর্মস্থল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর চট্টগ্রাম; ডা. আমিনুল ইসলাম মোল্যা, নতুন কর্মস্থল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর খুলনা; ও ডা. কানাই লাল স্বর্ণকার, নতুন কর্মস্থল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, বরিশাল।
দেশের মাংস, দুধ, ডিমসহ প্রাণিসম্পদ খাতের সব ধরনের পণ্য নিয়ে মাঠপর্যায়ে সম্প্রসারণের মূল কাজ করে থাকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রাণিসম্পদ অধিদফতর। প্রাণী বিজ্ঞানীদের উদ্ভাবিত উদ্ভাবন মাঠপর্যায়ের খামারিদের কাছে নিয়ে যান প্রাণিসম্পদ কর্মকর্তারা।
একে/এমএইচএস