ঢাকা রিজেন্সিতে ‘বিজয় কিডস আর্ট কম্পিটিশন’ অনুষ্ঠিত

বিজয় দিবসের চেতনায় শিশুদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করে ‘বিজয় কিডস আর্ট কম্পিটিশন ২০২৫’। রঙিন ও আনন্দঘন এই আয়োজনে শিশু অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধ, দেশপ্রেম ও বাঙালির ঐতিহ্যকে তুলে ধরেন তাদের কল্পনা ও তুলির আঁচড়ে।
এই প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের শিল্পচর্চায় উৎসাহিত করা এবং জাতীয় দিবসের তাৎপর্য সম্পর্কে সচেতনতা তৈরিই ছিল মূল লক্ষ্য। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি দর্শক ও অভিভাবকদের জন্য হয়ে ওঠে আনন্দময় ও স্মরণীয়।
পুরস্কার প্রদান পর্বে প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়, যেখানে রিওয়ার্ড স্পন্সর হিসেবে সহযোগিতা করে হাতবাক্স, বোম্বে সুইটস, ফেবার-ক্যাস্টেল এবং রুম টু রিড। তাঁদের মূল্যবান সহায়তা শিশুদের উৎসাহ ও আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
বিজয়ীদের পুরুষ্কার হস্তান্তর করেন ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর এক্সেকিউটিভ ডিরেক্টর এন্ড ম্যানেজিং ডিরেক্টর (কারেন্ট ইন চার্জ) শাহিদ হামিদ এফ আইএইচ। এছাড়া উপস্থিত ছিলেন, ঢাকা রিজেন্সি-র সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর মাহমুদ হাসান, দেওয়ান ফারহানা মাসুক ইরা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পিআর এন্ড কমিউনিকেশন এবং আরও অনেকে।
সব অংশগ্রহণকারী শিশুকে সনদ ও শুভেচ্ছা জানানো হয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ভবিষ্যৎ প্রজন্মের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি জাতীয় দিবস উদযাপনে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গীকার অব্যাহত রাখছে।
এমএসএ
