বিজয় দিবস উদযাপন
পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনোরূপ ক্ষতি করা যাবে না।
সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
আরেক তথ্য বিবরণীতে বলা হয়, মহান বিজয় দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে ঢাকার গাবতলী থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো যাবে না।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সকাল ১০টায় জমকালো এয়ার শো অনুষ্ঠিত হবে। এয়ার শো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলেও তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
এসএইচআর/এমএন