চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের ডবলমুরিং থানার বেপারীপাড়া কাঁচাবাজারে সামনে হারিছ (২৬) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। শুক্রবার (২৫ জুন) রাতে এ ঘটনা ঘটে।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।
তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে হারিছ নামে এক যুবকের গলায় জসিম নামের একজন ছুরিকাঘাত করে। এতে ঘটাস্থলেই হারিছের মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় জসিমকে আটক করে পুলিশ। হারিছ কাঁচা বাজারের মাছের দোকানে কাজ করত বলে জানা গেছে।
তবে হারিছকে কী কারণে জসিম ছুরিকাঘাতে হত্যা করেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
কেএম/ওএফ