তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে বিএনপির ‘রিল’ কর্মসূচি

প্রায় ১৮ বছর পর নির্বাসিত জীবনের ইতি টেনে আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে এক অভিনব কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। আর এই কর্মসূচির নাম রাখা হয়েছে- ‘আমার ভাবনায় বাংলাদেশ : জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা’।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে গুলশান বিএনপির নতুন কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।
মাহাদী আমিন জানান, রিল মেকিং প্রতিযোগিতা আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। ১১টি বিষয়ের অনুষ্ঠিত হতে যাওয়া ১ মিনিটে রিল মেকিং প্রতিযোগিতায় যে কেউ অংশ নিতে পারবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা ১০ জন একটি অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপ করার সুযোগ পাবেন।
এ কর্মসূচি উপলক্ষ্যে একটি লিফলেট তৈরি করা হয়। তাতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ৬ ধাপে এটি সম্পন্ন করতে হবে। প্রথম ও দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীকে নির্দিষ্ট করা ১১টি থিমের মধ্যে একটি নিয়ে রিল বানাতে হবে। রিলের দৈর্ঘ ১ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখার অনুরোধ করা হয়েছে।
তৃতীয় ও চতুর্থ ধাপে বলা হয়েছে, অংশগ্রহণকারীরা রিলটি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টিকটক কোন প্ল্যাটফর্মে অংশ নেবে তা ঠিক করতে হবে এবং রিলটি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে।
৫ম ও ৬ষ্ঠ ধাপে বলা হয়েছে, রিলের ক্যাপশনে অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে ‘বাংলাদেশ ফাস্ট’ ব্যবহার করতে হবে। আর শেষ ধাপে রিলের লিংক বিএনপি অফিসিয়াল ফেসবুক পেজের ‘আমার ভাবনায় বাংলাদেশ’ ইভেন্টে পোস্ট করতে হবে।
রিলের ধরন হবে, যে কোনো ভিডিও কন্টেন্ট। যেমন- একক বক্তব্য, স্যাটায়ার, গান, সংলাপ, অভিনয় ইত্যাদি। এটি সাবমিশনের সময়সীমা ১৬ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বলেও জানান মাহাদী আমিন। তিনি আরও বলেন, এটি মূল্যায়ন পদ্ধতির ৩০ শতাংশ জনমত আর বাকি ৭০ শতাংশ জুরি বোর্ড বিচার করবে।
প্রতিযোগিতার থিমসমূহ হলো : ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, আমি যেমন দেশ চাই, ক্রীড়া, ইমাম মুয়াজ্জিনের সম্মান
প্রবাসী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ।
বিএনপির এই নতুন কার্যালয় কি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য কিনা জানতে চাইলে মাহাদী আমিন বলেন, এটি বিএনপির একটি অফিস। পরবর্তী সময়ে ঘোষণার মাধ্যমে আরও বিস্তারিত জানাবে। এটি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয় বলা ঠিক হবে না। বিএনপির অফিস।
দলের আগামী দিনের নির্বাচনী কার্যক্রমও এখান (নতুন অফিস) থেকে পরিচালনা করা হবে বলে উল্লেখ করেন মাহদী আমিন।
সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, ড. জিয়াউদ্দিন হায়দার, বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য সায়মুন পারভেজ ও বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান।
এএইচআর/এসএম