বিইউবিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সদস্য এ এফ এম সরওয়ার কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী।
আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট সাংবাদিক ফরিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিইউবিটি-এর উপদেষ্টা প্রফেসর মো. আবু সালেহ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ।
সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদদের গভীরভাবে স্মরণ করা হয়।
মুখ্য আলোচক তার বক্তব্যে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, রণাঙ্গনের স্মৃতিচারণ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদানের কথা তুলে ধরেন। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
প্রধান অতিথি এ এফ এম সরওয়ার কামাল তার বক্তব্যে বলেন, বিজয়ের এই দিনে আমাদের শপথ নিতে হবে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন। সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান।
আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
জেডএস
