সশস্ত্র বাহিনীর বন্ধন আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র দূতাবাসের মেরিন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যৌথ ফিটনেস ও সৌহার্দ্য বৃদ্ধি কার্যক্রমে অংশ নিয়েছে। এ মেরিন কর্পস কমব্যাট ফিটনেস টেস্ট-এর এই অনুশীলন দুই বাহিনীর সদস্যদের দলগত দক্ষতা, আস্থা ও প্রস্তুতিকে আরও সুদৃঢ় করেছে।
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে হওয়া এই কার্যক্রমের তথ্য বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ঢাকার মার্কিন দূতাবাস।
যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাটাশে অফিসের একজন প্রতিনিধি বলেন, এ কার্যক্রম যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রতিফলন। সম্মিলিত প্রশিক্ষণ দুই দেশের বাহিনীর সদস্যদের পারস্পরিক আস্থা ও দলগত সমন্বয়কে আরও মজবুত করে, যা আমাদের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার যৌথ অঙ্গীকারকে এগিয়ে নেয়।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশের দীর্ঘদিনের সামরিক সহযোগিতার ধারাবাহিকতায় এ বিনিময় কার্যক্রম অনুষ্ঠিত হয়- যার মধ্যে রয়েছে যৌথ প্রশিক্ষণ, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং পেশাগত সামরিক শিক্ষা।
যুক্তরাষ্ট্র দূতাবাস দুই দেশের সশস্ত্র বাহিনীর সহযোগিতা ও বন্ধন আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এনআই/এমএসএ