ক্রেনে নামানো হচ্ছে ডেইলি স্টারে আটকে পড়া সাংবাদিকদের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ভবনের ভেতরে আটকে পড়া সাংবাদিক ও কর্মীদের উদ্ধারে বিশেষ অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। ক্রেন ব্যবহার করে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে নিচে নামিয়ে আনা হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফায়ার সার্ভিস এই উদ্ধার কার্যক্রম শুরু করে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শরিফ ওসমান হাদির মৃত্যুর পর তার অনুসারী ও রাজনৈতিক সহকর্মীদের শাহবাগ অবরোধের একপর্যায়ে কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগ করা হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভবনের ভেতরে বেশ কয়েকজন সাংবাদিক ও কর্মী আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে তাদের এক এক করে নিচে নামিয়ে আনতে শুরু করেন। উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে ভবনের আশপাশে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবন থেকে ইতোমধ্যে কয়েকজনকে নিরাপদে বের করে আনা হয়েছে। উদ্ধারকারী দলের একজন সদস্য প্রাথমিকভাবে জানান, প্রথমে ভেতরে অল্প কয়েকজনের আটকা পড়ার খবর থাকলেও পরে নিশ্চিত হওয়া যায় যে আরও মানুষ ভেতরে থাকতে পারেন। নিখোঁজ বা আটকে পড়া সবাইকে না পাওয়া পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ডেইলি স্টার ভবনের আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। রাত ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, আগুন সম্পূর্ণ নির্বাপণের জন্য ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এখনও কাজ করছে।
তিনি আরও জানান, ভবনের ভেতরে ধোঁয়া ও কাঠামোগত ঝুঁকি থাকায় উদ্ধারকাজে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আটকে পড়া সবাইকে নিরাপদে বের করে না আনা পর্যন্ত এই অভিযান চলবে।
টিআই/আরএআর