প্রবাসীদের অবদানে দেশের অর্থনীতি ও সুনাম এগিয়ে যাচ্ছে

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গতকাল (বিকেলে) বিমানবন্দরের টারমিনাল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর।
এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ রানা, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা, বিমানবন্দরের অতিরিক্ত পুলিশ সুপার (ইমিগ্রেশন), প্রত্যাশীর সিমস প্রকল্পের ম্যানেজার সুফী মনি, ব্র্যাক মাইগ্রেশনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর দেশের অর্থনীতিতে প্রবাসী শ্রমিক ও অভিবাসীদের অসামান্য অবদানের কথা তুলে ধরে তাদের ও তাদের পরিবারবর্গকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, বৈদেশিক মুদ্রা অর্জন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম বৃদ্ধিতে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। তিনি আরও বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশ ও বহির্গমন দ্বার হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসী যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও মানসম্মত সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। বর্তমানে এ বিমানবন্দর দিয়ে যাতায়াতকারী আন্তর্জাতিক যাত্রীর প্রায় ৭৪ শতাংশই প্রবাসী শ্রমিক।
তিনি জানান, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে প্রবাসী যাত্রীদের সেবা সহজীকরণ, যাত্রী সহায়তা জোরদার এবং তথ্যভিত্তিক সেবা সম্প্রসারণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএমইটির পরিচালক মো. মাসুদ রানা নিরাপদ অভিবাসন, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান ও প্রবাসী শ্রমিকদের মানবিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রত্যাবর্তনকারী প্রবাসীদের জন্য ইমিগ্রেশন, কাস্টমস ও যাত্রীসেবায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জানানো হয়, বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব সংস্থা ও অংশীজনের সহযোগিতায় যাত্রীসেবার মানোন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও প্রবাসী যাত্রীদের চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেবার উন্নয়ন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শেষে আন্তর্জাতিক বহির্গামী প্রবাসী যাত্রীদের মধ্যে টিশার্ট, ক্যাপ ও মগ বিতরণের মাধ্যমে দিবসটির কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
এমআর/এনএফ