ছায়ানটে হামলা : গানে গানে ও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছায়ানটের সামনে গানে গানে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা। এ সময় তাদের হাতে প্রতিবাদী বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ধানমন্ডির শংকরে অবস্থিত ছায়ানটের সামনে এই প্রতিবাদ জানান তারা।
শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা রয়েছে, 'ওসমান হাদির খুনিদের বিচার চাই', 'পত্রিকা-বিদ্যালয়ে আগুন নয়', 'শিশুরা কাঁদছে, বিদ্যালয়ে আগুনে বই পুড়ছে', 'ছায়ানটে হামলা কেন?', 'ছায়ানটে হামলাকারীদের গ্রেপ্তার-বিচার কর', 'সংস্কৃতির উপর আক্রমণ কেন?', 'ছায়ানটে হামলার বিচার চাই', 'মব সন্ত্রাসীদের প্রতিরোধ করো'।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ছায়ানট পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে তিনি হামলার ঘটনার সিসি ফুটেজ দেখে জড়িতদের আইনের আওতায় আনার কথা বলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ধানমন্ডির শংকরে অবস্থিত ছায়ানটে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায়।
এসএএ/জেডএস