হাদির জানাজায় অংশ নিতে মেট্রো স্টেশনগুলোতে উপচেপড়া ভিড়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে মেট্রোরেলের স্টেশনগুলোতে উপচেপড়া ভিড় রয়েছে সাধারণ মানুষের। ভিড় সামল দিতে হিমশিম খাচ্ছেন মেট্রোরেল কর্মীরা।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ফার্মগেট স্টেশন ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। মেট্রোরেল কর্মীরা জানিয়েছেন, উত্তরা ও মতিঝিল থেকে অসংখ্য মানুষ ভিড় করেছেন মেট্রোরেল স্টেশনগুলোতে।
দেখা গেছে, ট্রেন ভর্তি মানুষ, স্টেশনে স্টেশনে মানুষের ভিড়। প্লাটফর্ম, কনকোর্স প্লাজা ও স্টেশনের নিচে সব জায়গায় সাধারণ মানুষ স্লোগান দিচ্ছেন। ট্রেনে ওঠার অপেক্ষায় লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আছেন তারা।
মেট্রো স্টেশনের কর্মীরা ঢাকা পোস্টকে জানান, বেলা ১২টার পর থেকেই স্টেশনগুলোতে সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। ট্রেনের ভেতরে এতো মানুষ উঠে পড়ে যে, দরজা পর্যন্ত লাগানো যাচ্ছে না। তাদের অনুরোধ করে দরজা লাগিয়ে ট্রেন চালানো হচ্ছে।
এদিকে শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় লাখো মানুষের ঢল নেমেছে। খামারবাড়ি থেকে আসাদগেট পর্যন্ত পুরো এলাকা এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। হাতে জাতীয় পতাকা আর মুখে স্লোগান নিয়ে আসা এই বিশাল জনস্রোত সামাল দিতে এবং ১৬টি প্রবেশপথ দিয়ে মানুষকে ভেতরে ঢোকাতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এমএইচএন/জেডএস